মাঠেই কাঁদলেন কুলদীপ যাদব, বিশ্বকাপ দলের প্রসঙ্গ তুলে ঠাট্টা সমর্থকদের
এক ওভারে তিনটি ছক্কা ও দুটি বাউন্ডারি। তার পরই কান্নায় ভেঙে পড়েন কুলদীপ যাদব। বেঙ্গালুরুর মঈন আলিকে শেষ পর্যন্ত ওই ওভারের শেষ বলে তুলে নিয়েছিলেন কুলদীপ। কিন্তু তার পরও তিনি ভেঙে পড়েন।
চলতি আইপিএলে ফর্ম ভাল নেই কুলদীপের। এর আগেও দিল্লির বিরুদ্ধে দুই ওভারে ৩৩ রান দিয়েছিলেন ভারতীয় চায়নাম্যান। সেদিন শ্রেয়স আইয়ার ও পৃথ্বী শ তাঁর বিরুদ্ধে ঝলসে উঠেছিলেন।
বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে চার ওভারে ৫৯ রান দিয়েছেন কুলদীপ। তার পরই বিশ্বকাপের দলে তাঁর সুযোগ পাওয়া নিয়ে কথা উঠতে শুরু করেছে।
খারাপ পারপরম্যান্সের জন্য একের পর এক সমালোচনা হজম করতে হয়েছে কুলদীপকে। সমর্থকরা তাঁকে নিয়ে ঠাট্টা করতেও ছাড়েননি। কেউ কেউ বলেছেন,উইকেটের পিছনে ধোনি থাকলে কুলদীপ একেবারে অন্যরকম বোলার।
চলতি আইপিএলে এখনও পর্যন্ত মাত্র চারটি উইকেটে পেয়েছেন কুলদীপ।