এমাসেই হবে ২০২০-র শেষ চন্দ্রগ্রহণ, জেনে নিন দিনক্ষণ
এবছরের শেষ চন্দ্রগ্রহণ হচ্ছে ৩০ নভেম্বর, সোমবার। এটি হবে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ।
গ্রহণ শুরু হবে ৩০ নভেম্বর বেলা ১.০৪ টায়।
গ্রহণ সবচেয়ে ভালোভাবে দেখা যাবে বিকেল ৩.১৩টেতে।
গ্রহণ শেষ হবে বিকেল ৫.২২-এ।
বিজ্ঞানীদের মতে, এটি হবে এ বছরের শেষ চন্দ্রগ্রহণ। এই গ্রহণ দেখা যাবে ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা, প্রশান্ত মহাসাগরিয় অঞ্চল ও এসিয়ায় কিছু অংশ থেকে।