সোশ্যাল মিডিয়ায় ৬৭৩ অ্যাকাউন্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপ উত্তর প্রদেশ পুলিসের
গোটা দেশ তাকিয়ে সুপ্রিম কোর্টের দিকে। আর এক ঘণ্টার মধ্যেই বসছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চের এজলাস। রায় যে পক্ষের দিকেই যাক শান্তি এবং সৌহার্দ্য বজায় রাখাই এখন দেশবাসীর একমাত্র দায়িত্ব। এটা বারংবার স্মরণ করিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী থেকে সব দলের রাজনৈতিক নেতারা। এক নজরে দেখে নেওয়া যাক উত্তর প্রদেশের সর্বশেষ পরিস্থিতি:
অযোধ্যা এখন নিরাপত্তার দুর্গে পরিণত হয়েছে। নজিরবিহীনভাবে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে অযোধ্যা জেলা। ২০ হাজার নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে।
উত্তর প্রদেশের ডিজিপি ওপি সিং জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার উপর কড়া নজর রাখা হচ্ছে। ইতিমধ্যে ৬৭৩ অ্যাকাউন্টকে শনাক্ত করা হয়েছে ভুয়ো খবর ছড়ানোর জন্য। টুইট ও কমেন্টের উপর কড়া নজর রাখা হচ্ছে।
রাজস্থানের সব স্কুল ও কলেজ আজ বন্ধ রাখা হয়েছে।
উত্তর প্রদেশ-নেপাল সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করার পর এই সিদ্ধান্ত নেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
দিল্লি, উত্তর প্রদেশ, জম্মু-কাশ্মী, কর্নাটক, মধ্য প্রদেশের সব স্কুল বন্ধ রাখা হয়েছে।