WB Weather Update: দাবদাহ থেকে সপ্তাহের শেষেই মুক্তি, অবশেষে বৃষ্টিতে ভিজবে দক্ষিণের এইসব জেলা
আগামী ৫ দিন দক্ষিণবঙ্গের জন্য কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সেইসঙ্গে দক্ষিণবঙ্গে অধিকাংশ জেলা হিট ওয়েব বজায় থাকবে। কোথায় কোথায় আবার তীব্র হিট ওয়েভের সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গেও বেশ কয়েকটি জেলাতে হিট ওয়েব কন্ডিশন থাকার সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গ ও উত্তরের জেলাগুলিতে প্রতিদিনই কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। -তথ্য-অয়ন ঘোষাল
দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে আজ থেকে শুরু করে ২ তারিখ পর্যন্ত এই চার দিন দক্ষিণ এবং উত্তর ২৪ পরগনা হিট ওয়েভের সতর্কতা রয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে। ৩ তারিখে আবার হলুদ সর্তকতা রয়েছে এই জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুরে আজ, কাল এবং পরশু হিট ওয়েভ থেকে তীব্র হিট ওয়েভের সতর্কতা রয়েছে। -তথ্য-অয়ন ঘোষাল
হাওড়া হুগলি এবং নদিয়ায় ২৯ থেকে দু তারিখ পর্যন্ত হিট ওয়েভ কমলা সতর্কতা দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে আগামী তিনদিন লাল সতর্ক বার্তা দেওয়া হয়েছে। কলকাতায় দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা এপ্রিল মাসে। ১৯৮০ সালের ২৫ এপ্রিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। আজ ২০২৪ সালের ২৯ এপ্রিল বেলা আড়াইটার সময় সেই তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। ১৯৫৪ সালের ২৫ এপ্রিল তাপমাত্রা কলকাতায় ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস এ উঠেছিল। এখনো পর্যন্ত সেটাই সর্বকালীন রেকর্ড এপ্রিল মাসে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার। -তথ্য-অয়ন ঘোষাল
নর্থ বেঙ্গলে দিনাজপুর উত্তর এবং দক্ষিণ আজ মালদাতে কমলা সতর্কতা দেয়া হয়েছে আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হট এন্ড হিউমিড সতর্কতা দেওয়া হয়েছে। -তথ্য-অয়ন ঘোষাল
আগামী ১ মে দার্জিলিং, কালিংপং আলিপুরদুয়ার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি বেগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। -তথ্য-অয়ন ঘোষাল
৫ মে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলে বেশি বৃষ্টি হবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৫ তারিখ থেকে জলীয়বাষ্পের প্রবেশ বাড়ছে তার ফলেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাত আমরা দেখতে পাব। ৬ এবং ৭ মে দক্ষিণবঙ্গের সব জেলায় ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টি হবে। এই বৃষ্টির ফলে কিছুটা স্বস্তি পাবে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। -তথ্য-অয়ন ঘোষাল