ফ্রি কিকের সংখ্যায় এগিয়ে Messi, পিছনে Ronaldo, সর্বকালের সেরাদের তালিকায় কারা?

Subhapam Saha Tue, 15 Jun 2021-7:08 pm,

ফুটবল শিল্প হলে লিওনেল মেসি অন্যতম শিল্পী। এই নিয়ে কারোর কোনও সন্দেহ থাকতে পারে না। তাঁর ফ্রি কিক যেন ক্যানভাসে রং দিয়ে তুলি বুলিয়ে নেওয়ার মতোই শৈল্পিক। কোপা আমেরিকায় আর্জেন্তিনার জার্সিতে চিলির বিরুদ্ধেও ছবির মতো সুন্দর একটা বাঁ পায়ের বাঁকানো ফ্রি-কিক মারলেন মেসি। গোলকিপার সাধ্য হয়নি সেই গোল আটকানোর। যদিও মেসির গোলে আর্জেন্টিনা জিততে পারেনি চিলির বিরুদ্ধে। তাদের ১-১ ড্র করতে হলো চলতি কোপার প্রথম ম্যাচে। 

 

ফ্রি-কিকে গোল করার ক্ষেত্রে মেসি সক্রিয় আন্তর্জাতিক ফুটবলারদের তালিকায় একে উঠে আসলেন। ক্লাব ও দেশ মিলিয়ে এলএম টেনের ঝুলিতে মোট ৫৭টি ফ্রি কিক এখন। আর তার ঠিক পড়েই আরেক ফ্রি-কিকের মায়েস্ত্রো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুজিগ জাদুকরের ঝুলিতে রয়েছে এখন ৫৬টি ফ্রি কিক।

মেসি এখন পাল্লা দিচ্ছেন তাঁর পূর্বসূরি প্রয়াত 'ফুটবল ঈশ্বর' দিয়েগো মারাদোনাকে। মেসি তাঁর ৫৭ ফ্রি-কিক গোলের মধ্যে ৫০টি করেছেন তাঁর বার্সেলোনার জার্সিতেই। বাকি ৭ গোল আর্জেন্টিনার হয়ে। মেসির কেরিয়ারে করা ৭৪৫ গোলের মধ্যে ৭.৬ শতাংশ এসেছে সরাসরি ফ্রি কিক থেকেই। অন্যদিকে আর্জেন্টাইন কিংবদন্তি মারাদোনা তাঁর ৩৫৩টি গোলের মধ্যে ৬২টি গোল করেছিলেন ফ্রি-কিকে। মোট গোলের ১৭ শতাংশ যা। মারাদোনেকে টপকে যেতে মেসির প্রয়োজন আর ৬টি ফ্রি কিক গোল। 

সর্বকালের সর্বোচ্চ ফ্রি কিকে গোলের নজির রয়েছে ব্রাজিলের জুননিহো পের্নাম্বুক্যানো। ফ্রি কিক শিল্পী ৭৭টি গোল করেছেন।

সর্বকালের অন্যতম সেরা কিংবদন্তি পেলে রয়েছেন দ্বিতীয় স্থানে। ফ্রি কিকে তিনি ৭০টি গোল করেছেন।

তিনে রয়েছেন যুগ্ম ভাবে আর্জেন্টিনার ভিক্টর লেগ্রোতাগলিয়ে ও ব্রাজিলের রোনাল্ডিনহো (৬৬)

চারে ইংল্যান্ড ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ডেভিড বেকহ্যাম (৬৫)

পাঁচে যুগ্ম ভাবে দিয়েগো মারাদোনা ও ব্রাজিলের জিকো (৬২)

ছয়েও যুগ্ম ভাবে নেদারল্যান্ডসের রোনাল্ড কোম্যান ও ব্রাজিলের মার্সেলিনহো (৬০)

সাতে ব্রাজিলের গোলকিপার রোজেরিও সেনি (৫৯)

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link