Liquor Price Drop: সুরারসিকদের জন্য দারুণ সুখবর, দেদার সস্তা হতে চলেছে মদ! জেনে নিন, দাম কতটা কমবে...

Thu, 22 Aug 2024-4:31 pm,

বেভারেজের উপর ধার্য করা করের হেরফেরেই দাম কমছে হার্ড ড্রিংকসের। 

ভারতে তৈরি অ্যালকোহলের, বিদেশে তৈরি লিকারের, বিয়ার, ওয়াইন, রাম, ব্র্যান্ডি-- দাম কমছে সব কিছুর।  

মদ বিক্রি করে বিপুল রাজস্ব আদায় হয় এখানে। সরকারের রাজকোষ যেন উপচে ওঠে। 

এবার দাম কমানো হল, কারণ রাজ্য সরকার আশা করছে, এর জেরে মদশিল্পে জোয়ার আসবে, কেননা দাম কমায় বিক্রি বাড়বে। কীরকম কমছে দাম? মাঝারি মানের ৭৫০ এমএলের বোতলে অন্তত পক্ষে ১৭০ টাকার মতো দাম কমবে। একটু প্রিমিয়াম ব্র্যান্ডের ক্ষেত্রে দাম ২১৪ টাকার মতো কমবে!  

এমন ভরা ভাদ্রের আবহ। 'গুরু গুর মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে'! আর সারাদিন শুধু বাদলের ধারা। শুধু একটু অবসর চাই! ব্য়স! আর কী! আধুনিক সোমরসের আমেজে ডুবে থাকবে রসিকের মন।

তবে, এই দামটা কমছে, এ রাজ্যে নয়, অসমে। অসম এক্সাইজ ডিপার্টমেন্ট ঘোষণা করেছে। আগামী সেপ্টেম্বর মাস থেকে এই দাম সেখানে কার্যকরী হবে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link