`পুজোর নকুলদানার কথা বলেছি`, কমিশনকে সাফাই অনুব্রতর
অনুব্রতর 'নকুলদানা-জল' মন্তব্যের জেরে তাঁকে শোকজ করেছিল কমিশন। কমিশনকে শোকজের জবাব দিলেন অনুব্রত মণ্ডল।
শোকজের প্রেক্ষিতে অনুব্রত মণ্ডলের সাফাই, "বাংলা ভাষায় একই শব্দের নানা অর্থ।"
"পুজোয় ব্যবহার করা নকুলদানার কথা এখানে বলা হয়েছে।"
"কারও নাম উল্লেখ করা হয়নি।"
"নকুলদানা শব্দ ব্যবহারে নির্দিষ্ট কোনও উদ্দেশ্য নেই।"
বিতর্কিত মন্তব্যের জন্য বরাবরই শিরোনামে থাকেন 'কেষ্টদা'। 'গুড়-বাতাসা'র পর এবার 'নকুলদানা-জল' খাওয়ানোর কথা বলে বিতর্কে জড়ান তিনি।
গ্রামে গ্রামে কেন্দ্রীয় বাহিনী গেলে, তাদেরকেও 'নকুলদানা-জল' খাওয়ানোর কথা বলেন।
তৃণমূলের বীরভূম জেলা সভাপতির এই মন্তব্যের জন্য বুধবার তাঁকে শোকজ করে কমিশন।