দশ বছর আগে বিহারের মতো পরিস্থিতি এখন পশ্চিমবঙ্গে: নির্বাচন কমিশন
নিজস্ব প্রতিবেদন: ১০ বছর আগে বিহারে যে অভিজ্ঞতা হয়েছিল, সেই একই রকম পরিস্থিতি পশ্চিমবঙ্গে। কোনও বিরোধী দলের নেতানেত্রী নন, বরং এমনটাই পর্যবেক্ষণ নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক।
নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক এদিন বলেন,''এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পরিস্থিতি গণতন্ত্রের পক্ষে শুভ নয়। এত আধা সেনা মোতায়েন করে ভোটগ্রহণ অভিপ্রেত নয়''।
অজয় নায়েকের বিস্ফোরক পর্যবেক্ষণ, ১০ বছর আগে বিহারের যে পরিস্থিতি দেখেছিলেন, সেটাই এখন পশ্চিমবঙ্গে। সে কারণেই এত কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে হচ্ছে।
তৃতীয় দফায় ৯০ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
দুটি দফায় ভোটগ্রহণ হয়ে গিয়েছে বাংলায়। তৃতীয় দফার ভোটগ্রহণ ২৩ এপ্রিল। আগের দুটি দফায় ভোটে হিংসার অভিযোগ তুলেছে বিরোধীরা। দাবি করেছে, প্রতিটি বুথে দিতে হবে কেন্দ্রীয় বাহিনী।