বিজেপিতে যোগ দিলেন বর্ধমানে সিপিএমের বহিষ্কৃত নেতা আইনুল হক
বর্ধমানের এক সময়ের দাপুটে সিপিএম নেতা। বর্ধমান পুরসভার চেয়ারম্যানও ছিলেন। সেই আইনুল হকই আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিজেপিতে
শনিবার কলকাতার জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে দলের কর্মিসভায় তাঁর হাতে পদ্মপতাকা তুলে দেন দিলীপ ঘোষ।
গত বিধানসভাতে বর্ধমান দক্ষিণ কেন্দ্রে সিপিএম প্রার্থী হয়েছিলেন আইনুল হক। তার আগে বর্ধমান পুরসভার চেয়ারম্যানও ছিলেন। এমনকি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্যও হয়েছেন। ভোটের হারার পরই নেতৃত্বের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছিলেন আইনুল। এড়িয়ে গিয়েছিলেন একাধিক বৈঠক। দলের চিঠির জবাবও দেননি।
গত বিধানসভাতে বর্ধমান দক্ষিণ কেন্দ্রে সিপিএম প্রার্থী হয়েছিলেন আইনুল হক। তার আগে বর্ধমান পুরসভার চেয়ারম্যানও ছিলেন। এমনকি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্যও হয়েছেন। ভোটের হারার পরই নেতৃত্বের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছিলেন আইনুল। এড়িয়ে গিয়েছিলেন একাধিক বৈঠক। দলের চিঠির জবাবও দেননি।
তাঁর বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে যোগসাজশের অভিযোগ উঠেছিল। এরপরই আইনুলকে বহিষ্কার করে সিপিএম।