সিপিএমের জমানায় মমতার হাতিয়ারই এখন মোদীর মুঠোয়, সঙ্গ দিল ভিড়
অঞ্জন রায়: ইতিহাসের পুনরাবৃত্তি। সিপিএমের জমানায় শোনা যেত তত্কালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। সেটাই এখন মোদীর হাতিয়ার।
সিপিএমের জমানায় হিংসার অভিযোগ তুলে নিঃশব্দ পরিবর্তনের ডাক দিতেন মমতা। বলতেন,'চুপচাপ ফুলে ছাপ'।
সোমবার শ্রীরামপুর ও বারাকপুরের সভায় সেই মমতার স্লোগানই ফিরে এল মোদীর গলায়।
প্রধানমন্ত্রী বললেন,'চুপচাপ পদ্মে ছাপ, বুথে বুথে তৃণমূল সাফ'।
এদিন বাম-কংগ্রেস ও তৃণমূলকে একযোগে নিশানা করেন মোদী। বলেন,''ভারতীয় রাজনীতি রয়েছে নামপন্থী, বামপন্থী ও দমনপন্থী, বিকাশপন্থী''।
মোদীর ব্যাখ্যা, নামপন্থীরা পরিবারের নেতার নাম জপেন। নেতার যোগ্যতা না থাকলেও রাজা-মহারাজ মেনে নিয়ে গুণগান করছেন। বামপন্থী মানে বিদেশি আদর্শের ধারক। ওরা ভারতীয়ত্বের অপমান করে। তিন দশক ধরে যাদের সহ্য করেছে বাংলার জনতা।
মোদী আরও বলেন, ''বাংলায় এখন চলছে দমনপন্থী সরকার। বিকাশপন্থীর মানে দেশের বিকাশ''।