১৯৮২ সালে ফুটবল বিশ্বকাপে ইতালিকে সমর্থন করেছিলেন ইন্দিরা গান্ধী: প্রিয়ঙ্কা
নিজস্ব প্রতিবেদন: কেরলের ওয়াইনাডে একের পর এক সভা করছেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। আর সেখানে গিয়ে রাহুলের বোন দাবি করলেন, ফুটবল দেখতে পছন্দ করতেন তাঁর ঠাকুমা।
উত্তরপ্রদেশের অমেঠি ছাড়াও কেরলের ওয়াইনাড থেকে প্রার্থী হয়েছেন রাহুল গান্ধী। সেখানে ভাইয়ের হয়ে প্রচার করেন প্রিয়ঙ্কা।
প্রিয়ঙ্কা দাবি করেন, পাঁচ বছরে সর্বাধিক ভোট পেয়ে ক্ষমতায় এসেছিল সরকার। তাদের উপরে ভরসা করেছিলেন দেশবাসী। কিন্তু তাঁদের বিশ্বাসভঙ্গ করেছে সরকার।
ফুটবল নিয়ে কেরলের আবেগ রয়েছে। সেই আবেগ উস্কে দিতে প্রিয়ঙ্কা বলেন, খুব বেশি লোক জানেন না, আমার ঠাকুরা ইন্দিরা গান্ধী ১৯৮২ সালে ফুটবল বিশ্বকাপ দেখেছিলেন।
এরপরই প্রিয়ঙ্কা বলেন, ''আমরা ফাইনাল দেখছিলাম। ঠাকুমাকে জিজ্ঞেস করেছিলাম, কাকে সমর্থন করছো? তিনি বলেছিলেন, ভারত খেলছে না, তাই ইতালিকে সমর্থন করছি''। রাহুল গান্ধী ও তাঁর ছেলে ফুটবলভক্ত বলেও দাবি করেন প্রিয়ঙ্কা।