উত্তর-দক্ষিণ দিনাজপুরের সভাপতিদের কেষ্ট ও বালুকে অনুসরণ করতে পরামর্শ মমতার
ইসলামপুরে দাঁড়িভিট হাইস্কুলে ছাত্র বিক্ষোভে দুই তরুণের মৃত্যুর পর শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। শুক্রবার তৃণমূল ভবনে দলের কোর কমিটির বৈঠকে ইসলামপুরে কার্যত দলের ব্যর্থতার দিকেই ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উষ্মাপ্রকাশ করলেন দলের সভাপতির ভূমিকায়।
এরপরই দলের সভাপতিদের কাছে রোল মডেল হিসেবে মমতা দুজনের নাম তুলে ধরলেন। তাঁরা হলেন, উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ও বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
উত্তর ও দক্ষিণ দিনাজপুরের তৃণমূল নেতাদের মমতার পরামর্শ, অনুব্রত ও জ্যোতিপ্রিয়কে অনুসরণ করুন।
এদিন তৃণমূল নেত্রী বলেন, 'ওদের জেলায় দলকে নাক গলাতে হয় না। কীভাবে ওরা দল চালাচ্ছে শিখুন'।
বীরভূমের অনুব্রত মণ্ডলকে নিয়ে একাধিকবার বিতর্ক দেখা দিয়েছে। বিভিন্ন সময়ে মুখের বাঁধন আলগা হয়েছে বীরভূমের জেলা সভাপতির। তা নিয়ে সরব হয়েছে বিরোধীরাও। তবে কোর কমিটির বৈঠকে তৃণমূল নেত্রী বুঝিয়ে দিলেন, কেষ্টর পাশেই রয়েছেন তিনি।
উত্তর ২৪ পরগনায় জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বেও আস্থা রাখলেন দলনেত্রী। উল্লেখ্য, বীরভূম ও উত্তর ২৪ পরগনায় পঞ্চায়েত ভোটে অত্যন্ত ফল করেছে তৃণমূল।