বিদেশি অতিথিদের জন্য `সৌজন্য`-এর দ্বার খুলে দিলেন মমতা
একাধারে আলোচনা সভা ও অতিথিশালা। কলকাতার মুকুটে নয়া সংযোজন 'সৌজন্য'।
শুক্রবার আলিপুরে 'সৌজন্য' ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গে আগত ভিনদেশি কূটনীতিকদের অতিথিশালা হিসেবে গড়ে তোলা হয়েছে 'সৌজন্য'কে।
দিল্লি হায়দরাবাদ হাউসের আদলে ভবনটি গড়েছে রাজ্য পূর্ত দফতর। ভবনটির নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী নিজে।
অত্যাধুনিক সুবিধাযুক্ত এই ভবনে হাই প্রোফাইল মিটিং ও থাকার সুবন্দোবস্ত রয়েছে।
'সৌজন্য' ভবনের উদ্বোধনের পর সেখান থেকেই ভিডিও কলের মাধ্যমে ভাঙড়, রাজারহাট ও হাড়োয়ায় আর্সেনিকমুক্ত পানীয় জলের প্রকল্পের শিলান্যাস করেন।