মাটিতে লুটিয়ে পড়া মহিলাদের ওপর দিয়েই চলল কয়েকশো মানুষ! আমফানে ক্ষতিপূরণের ফর্ম জমার লাইনে পদপিষ্ট বহু
আমফানের ক্ষতিপূরণের আবেদনপত্র জমা দেওয়ার লাইনে ভয়ঙ্কর ঘটনা। বিডিও অফিসের সামনেই পদপিষ্ট হয়ে আহত বহু।
কুলতলি বিডিও অফিসের সামনে আমফান ক্ষতিপূরণের আবেদন পত্র জমা দিতে প্রায় হাজার মানুষ ভিড় জমায়। কিন্তু লাইন দেখভালের জন্য ছিল না পর্যাপ্ত কোনও ব্যবস্থা। ফলে বিশৃঙ্খলা তৈরি হয় এলাকায়, শুরু হয় ধাক্কাধাক্কি।
ধাক্কাধাক্কিতে অনেকেই পড়ে যান। কিন্তু লাইনে দাঁড়ানো মানুষ এতটাই উত্তেজিত ছিলেন, তাঁদের ওপর দিয়েই চলে যান অনেকে। পদপিষ্ট হয়ে আহত হন বেশ কয়েকজন।
এই ঘটনায় স্বচ্ছতা আনতে সর্বদলীয় বৈঠকের পর ক্ষতিপূরণের আবেদনপত্র সরাসরি বিডিও অফিসে জমা দেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার। বৃহস্পতিবার সকাল থেকেই কুলতলি বিডিও অফিসের সামনে প্রচুর মানুষ ভিড় জমান।
লাইনে দাঁড়ানো নিয়ে শুরু হয় সমস্যার সূত্রপাত। পদপিষ্ট হয়ে জখম হন বেশ কয়েকজন আবেদনকারী। তাঁদের মধ্যে সন্ধ্যা গায়েন ও অসীম হালদারের অবস্থা গুরুতর। তাঁদেরকে উদ্ধার করে স্থানীয় জামতলা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।