১৮৫৫ থেকে ২৭৮৮ টাকা দাম হতে পারে করোনা ভ্যাকসিনের: CEO

Sun, 22 Nov 2020-10:34 am,

নিজস্ব প্রতিবেদন: মডার্না তার COVID-19 রোধের ভ্যাকসিনের দাম জানাল। ডোজ প্রতি ১৮৫৫ টাকা থেকে ২৭৪৪ টাকা পর্যন্ত দাম হতে পারে ভ্যাকসিনের। 

চিফ এক্সিকিউটিভ স্টিফেন ব্যানসেল জার্মান সাপ্তাহিক ওয়েল্ট অ্যাম সোনট্যাগকে (WamS) বলেছেন," অন্যান্য ভ্যাকসিনের মতোই এর দাম থাকবে ১০ থেকে ৫০ ডলারের মধ্যে।

অর্থাৎ ৭৪১ টাকা থেকে ৩,৭০০ টাকার মধ্যে থাকবে মর্ডানা ভ্যাকসিনের দাম। 

 

সোমবার আলোচনার পর জানা যাচ্ছে,  ইউরোপীয় কমিশনের সঙ্গে জোট বেঁধে ভ্যাকসিনেক দাম স্থির করা হয়েছে। প্রতি ডোজের দাম হবে প্রায় ১৮৫৪ টাকা।

মর্ডানা CEO বলেন, "এখনও কিছুই স্বাক্ষরিত হয়নি, তবে আমরা ইইউ কমিশনের সঙ্গে একটি চুক্তি করেছি। আমরা ইউরোপে ভ্যাকসিন পৌঁছে দিতে চাই। এখনও পর্যন্ত গঠনমূলক আলোচনায় রয়েছি," 

অন্যদিকে অক্সফোর্ড ভ্যাকসিন নিয়ে  CEO আদার পুনাওয়ালা জানিয়েছেন,২০২১-এর ফেব্রুয়ারি মাসেই স্বাস্থ্যকর্মী ও প্রবীণদের পেয়ে যাওয়া উচিত অক্সফোর্ডের ভ্যাকসিন।  যার জন্য খরচ হবে মাত্র ১০০০ টাকা। এর আওতায় থাকবে দুটি ডোজ। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link