বায়ুসেনার নিখুঁত সাফাই অভিযানে কত টাকা খরচ?
জইশের ঘাঁটিতে এয়ারস্ট্রাইকে ভারতীয় বায়ুসেনার অসাধারণ দক্ষতায় গর্বিত গোটা দেশ। কিন্তু শুধু দক্ষতাই নয়, গোটা অভিযানে খরচ হয়েছে কয়েক কোটি টাকা।
জানা গিয়েছে, জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে হাজার কেজির বিস্ফোরক বর্ষণ করেছে মিরাজ-২০০০। তার খরচ আনুমানিক ১.৭ কোটি টাকা। একটি একটি বোমার দাম প্রায় ৫৬ লক্ষ।
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে প্রত্যাঘাত করেছে বায়ুসেনার ১২টি মিরাজ-২০০০। প্রায় ২৫৬৮ কোটি টাকার সম্পত্তি কাজে লাগিয়েছে ভারত।
সবমিলিয়ে ৬,৩০০ কোটি টাকার সম্পত্তি কাজে লাগানো হয়েছে গোটা অভিযানে। তার মধ্যে মোট ৩৬৮৬ কোটি টাকার বিমান প্রস্তুত রাখা হয়েছিল। দরকারে তাদেরও পাঠানো হত।
Airborne Warning And Control System নজরদারি ব্যবস্থাও কাজে লাগিয়েছে ভারত। এর দাম ১,৭৫০ কোটি টাকা।
হেরোন নজরদারি ড্রোনের দাম ৮০ কোটি টাকা। মধ্য আকাশে রিফিলিং ট্যাঙ্কারের দাম ২২ কোটি।
১২টি মিরাজ-২০০০ যুদ্ধবিমানের এক একটির দাম ২১৪ কোটি টাকা। মাত্র ২১ মিনিটেই নিখুঁত অভিযান চালায় বায়ুসেনা।