লজেন্স, সানস্ক্রিন, প্যান্টের জিপ! বল বিকৃতি নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানালেন মন্টি
বল-বিকৃতি কাণ্ডে নতুন অধ্যায়ের কথা জানিয়ে গেলেন ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পানেসার। ৩৭ বছর বয়সী বাঁ হাতি অফস্পিনার আত্মজীবনী ‘দ্য ফুল মন্টি’-তে বল বিকৃতি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন।
মন্টি পানেসার জানিয়েছেন, একটা সময় অন্য বোলাররা শর্তের বিনিময়ে তাঁকে দলে নেওয়ার জন্য রাজি হতেন। তাঁর কাজ ছিল পেসারদের জন্য বল তৈরি করা। মন্টি লিখেছেন, ‘ইংল্যান্ড দলে আসার পর আমার কাজই ছিল সিমারদের জন্য বল তৈরি করে দেওয়া। জেমস অ্যান্ডারসন আমাকে নির্দেশ দিত, যতটা সম্ভব বল শুকনো রাখতে হবে।’
মন্টি আরও লিখেছেন, আমরা বুঝতে পেরেছিলামম, লজেন্স খাওয়ার পর মুখের লালা ও সানস্ক্রিন সময়মতো ব্যবহার করতে পারলে ভাল রিভার্স সুইং পাওয়া যায়। তা ছাড়া আমি নিজেও অনেকবার প্যান্টের জিপে বল ঘষেছি। এতে বলের আকার বদলেছে। বোলাররা সুবিধা পেত।
বল বিকৃতি করার জন্য এক বছরের নির্বাসন কাটিয়ে ফিরেছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। এরই মধ্যে পানেসারের এমন সব তথ্য ক্রিকেটীয় মহলে বিতর্কের জন্ম দিয়েছে।
ক্রিকেটে বল বিকৃতি করার অভিযোগ বহুদিনের। পানেসার লিথেছেন, অনেকে আমার এমন কাজ ক্রিকেটীয় আদর্শের পরিপন্থী বলতে পারে। তবে নিয়মে তো বলা রয়েছে, বলের পালিশ ঠিক রাখতে পোশাকের ব্যবহার করা যেতে পারে। আমি সেটাই করেছি।