Diamond Harbour Road: শহরে রাতারাতি কেটে ফেলা হল শতাধিক গাছ, কারণ বুঝতে পারছেন না স্থানীয়রা
রাতারাতি শতাধিক বৃক্ষ নিধন ঘিরে প্রশ্ন ডায়মন্ডহারবার রোডে। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল
বুধবার আনুমানিক ভোর সাড়ে ৩টে নাগাদ অর্থাৎ রাতের অন্ধকারে ডায়মন্ডহারবার রেডের বর্ধমান রোড ক্রসিং থেকে একবালপুর মোড় পর্যন্ত সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে ১০০ রও বেশি গাছ। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল
কেটে ফলা গাছগুলির অধিকাংশই মহিরূহ অর্থাৎ বড় গাছ। অনেকগুলি কাছে রাজ্যের বন দফতরের নম্বর লাগানো। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল
এর আগে শহরে একাধিক জায়গায় উন্নয়ন প্রকল্প বা আনুষঙ্গিক কাজের জন্য কিছু গাছ বা তার ডালপাতা হামেশাই কাটা হয়েছে। কিন্তু রাস্তায় সিরিজ ধরে পরপর শতাধিক গাছ রাতারাতি কেটে ফেলার ঘটনা এই প্রথম। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল
গাছ কাটার পুরো কাজটাই হয়েছে শেষ রাতে। ফলে স্থানীয় বাসিন্দারা বুঝতেই পারছেন না, এই বিপুল সংখ্যক গাছ কারা কাটল এবং কি উদ্দেশ্যে কাটল? -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল