ধোনির এই পাঁচটি বিশ্বরেকর্ড আজও অক্ষত

Sun, 16 Aug 2020-12:36 am,

মহেন্দ্র সিং ধোনিই একমাত্র অধিনায়ক  যিনি  তিনটি আইসিসি টুর্নামেন্ট জিতেছেন।  ধোনির নেতৃত্বে ভারত ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালে ওয়ান ডে বিশ্বকাপ জেতে। ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতে ধোনির ভারত।

সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দেওয়ার নজির রয়েছে মহেন্দ্র সিং ধোনির।  ৩৩২ টি ম্যাচে (২০০ ওয়ান ডে+৬০ টেস্ট+৭২ টি-টোয়েন্টি) ভারতকে নেতৃত্ব দিয়েছেন তিনি। 

অধিনায়ক হিসেবে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ফাইনাল জিতেছেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির নেতৃত্বে ভারত ছটি মাল্টি নেশনস টুর্নামেন্ট জিতেছেন একদিনের ক্রিকেটে।

একদিনের ক্রিকেটে এখন পর্যন্ত সবচেয়ে বেশি নটআউট থাকার রেকর্ডটিও ধোনির দখলে। ৮৪ টি একদিনের ম্যাচে নট আউট থেকেছেন এমএসডি।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি স্টাম্পিং-এর রেকর্ডও উইকেটকিপার ধোনির দখলে। মাহি মোট ১২৩টি স্টাম্পিং করেছেন আন্তর্জাতিক কেরিয়ারে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link