আমার মা-বোনও অস্ট্রেলিয়ায় স্লেজিং উপভোগ করেছে, বলছেন পন্থ
টিম পেনকে তিনি সুদসমেতে ফিরিয়ে দিয়েছিলেন স্লেজিং। হজম করবেন না, আগেই জানিয়েছিলেন ঋষভ পন্থ। আর তাই অস্ট্রেলিয়ায় আগ্রাসী ভারতীয় দলের মুখ হয়ে উঠেছিলেন তিনি।
টিম পেন তাঁকে স্লেজিং করার পর বদলা নিতে ছাড়েননি পন্থ। অস্ট্রেলিয়ায় যিনি অজিদের বিরুদ্ধে স্লেজিং করেছিলেন কলার তুলে। আর এই প্রসঙ্গে কোনও রাখ-ঢাকও তিনি রাখেননি।
অস্ট্রেলিয়ায় স্লেজিং পর্ব নিয়ে দেশে ফিরে কথা বললেন পন্থ। বললেন, ''আমি এমনই। কেউ আমাকে অকারণ খোঁচা দিলে আমিও পাল্টা দেব। তবে আমি কোড অফ কনডাক্ট সম্পর্কে ওয়াকিবহাল। তাই সীমায় থেকে সব করেছি। আমার স্লেজিং ক্রিকেটভক্তরা উপভোগ করেছেন। কখনও মাত্রা ছাড়িয়ে কিছু করিনি।''
পন্থ আরও বললেন, ''বাড়িতে ফিরে জানতে পারলাম। আমার মা-বোনও অস্ট্রেলিয়ায় আমার এমন কাণ্ড খুব উপভোগ করেছে।''
কাকে আইডল মনে করে এগোচ্ছেন? পন্থের জবাব, ''গিলক্রিস্ট ও মাহি ভাই আমার অনুপ্রেরণা। তবে আমি কখনও ওদের দুজনকে নকল করার চেষ্টা করি না।''