`ভূতুড়ে ঢিল` ঘুম কেড়েছে মালবাজারবাসীর

Tue, 21 Aug 2018-2:48 pm,

অশরীরী হস্টেলের পর এবার 'ভূতুড়ে ঢিল'। ভূতুড়ে ঢিলের আতঙ্কে আতঙ্কিত জলপাইগুড়ির মালবাজারের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের দেবী পাড়া এলাকা।

সোমবার তখন ঘড়ির কাঁটা রাত ১০টা ছুঁই ছুঁই। আচমকাই টুপ টাপ করে ঢিল পড়া শুরু হল এলাকায়।

কে ছুঁড়ছে, কোথা থেকে এসে এই ঢিল পড়ছে, কিছুই হদিশ মেলেনি। কিন্তু কখনও ঘরের ছাদে, কখনও উঠোনে ঢিল এসে পড়তে থাকে। এমকি ঢিলের আঘাতে কেউ কেউ আহতও হন।

আতঙ্কে ঘর ছেড়েছেন স্থানীয় বাসিন্দারা। সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়েছে শিশুদের মনে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালবাজার পুলিস। ঘুরে দেখে গ্রামের আশপাশ। বেশ কিছুক্ষণ গ্রামে টহলও দেয় পুলিস।

কিন্তু পুলিস ফিরে যাওয়ার পরই আবার 'ঢিল হামলা' শুরু হয় বলে দাবি গ্রামবাসীদের।

প্রসঙ্গত, মাল ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব দলাই গাঁও এলাকায় অবস্থিত বাংলা মডেল হাইস্কুলের হস্টেলে রাত হলেই নানারকম আওয়াজ শুনতে পাওয়া যায় বলে দাবি স্থানীয়দের। সেখানেও দানা বেঁধেছে অশরীরী আতঙ্ক।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link