বর্ষাকালে স্যাঁতসেঁতে ঘর নিয়ে নাজেহাল! জেনে নিন কয়েকটি উপায়
বর্ষাকালে সকলেরই বাড়িতে কম-বেশি Damp এর সমস্যা হয়, তাই বর্ষাকালে খেয়াল রাখুন বাড়ির। কীভাবে বাড়ির যত্ন নেবেন তার জন্য রইল কয়েকটা টিপস। সম্ভব হলে বাড়িতে, প্রাইমার কিংবা হোয়াইট ওয়াশ করিয়ে নিন।
নিয়মিত ঘর বাড়ির যত্ন নিন। সম্ভব হলে বর্ষাকালের আগে বাড়ি রং করান।
দরকারে জানলার বাইরেটা প্লাসটিক বা অন্যও কিছু শেড দিয়ে ঢাকা দিতে পারেন।
বর্ষাকালে জানলার গ্রিলে রঙ করানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। জানলায় জং ধরলে, তার ব্যবস্থা নিন।
ঘরের মেঝেতে বৃষ্টির জল পড়লে, সঙ্গে সঙ্গে মেঝে পরিস্কার রাখুন। মেঝে পরিস্কার করে না রাখলে মেঝে নষ্ট হয়ে যেতে পারে।
খেয়াল রাখুন, বৃষ্টি হলে জানলা, দরজা বন্ধ করতে ভুলবেন না, আর যদি বাইরে যাওয়ার থাকে তাহলে অবশ্যই দরজা বন্ধ করে যান।
বিশেষজ্ঞ কারিগরের সঙ্গে যোগাযোগ করে গোটা বাড়ির অবস্থান ও পরিস্থিতি বুঝে, পরামর্শ নিন।
বর্ষাকালে কম-বেশি সকলের বাড়িতেই সমস্যা হয়, তবে বাড়ির কোন জায়গা বেশি Damp তা বুঝে, প্রয়োজনে মিস্ত্রি ডেকে পরামর্শ নিতে পারেন।