NASA: নাসায় পুরোহিতের চাকরি! কী করতে হবে শুনলে চমকে যাবেন

Sun, 26 Dec 2021-10:52 pm,

নিজস্ব প্রতিবেদন: অনেক হয়েছে! এলিয়ন রহস্যের সমাধান করতে এবার কোমর বেঁধে নামতে চলেছে নাসা (NASA)। ইতিমধ্যে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটিতে না কি শুরু হয়ে গিয়েছে পুরোহিতের খোঁজ। গল্প মনে হলেও, এটাই না কি সত্যি। এখন প্রশ্ন হল, এলিয়ন খুঁজতে পুরোহিত কেন?

জানা গিয়েছে, নাসায় রয়েছে ২৪ জন পুরোহিত বা ধর্মতত্ত্ববিদের চাকরি।  

NASA-র ওই পুরোহিত নিযুক্তিকরণের সঙ্গে যুক্ত রয়েছেন কেমব্রিজ বিশ্ববিদ্য়ালয়ের ধর্মতত্ত্ববিদ Reverend Dr. Andrew Davison। 

Astrobiology and the Christian Doctrine নামে একটি বইও লিখেছেন তিনি। সেই বইতে তিনি প্রশ্ন তুলেছেন, জগতের যেকোনও স্থানে কি প্রাণের সঞ্চার ঘটাতে সক্ষম ভগবান?

Dr. Andrew Davison মনে করেন, যেকোনও সময় এলিয়নদের সঙ্গে মানুষের সাক্ষাৎ হতে পারে। সেজন্য ভবিষ্যতের আমাদের প্রস্তুত থাকা দরকার। 

জানা গিয়েছে, ওই ২৪ জন পুরোহিত বা  ধর্মতত্ত্ববিদের থেকে নাসা জানার চেষ্টা করবে, এলিয়ান সম্পর্কে বিভিন্ন ধর্মের ধারনা কী? বিভিন্ন ধর্ম বহির্বিশ্বের প্রাণীদের কীভাবে দেখে? 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link