Dev| Hiraan: কালীঘাটের কাকুকে টপকে ভাইরাল হিরণের কেশপুর কাকা, ফ্যান দেবও...

Viral: কিছুদিন আগেই ভাইরাল ছিল কালীঘাটের কাকু কিন্তু তাকে পিছনে ফেলে সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হিরণের কেশপুরের কাকা। এবার সেই কাকার সঙ্গে ছবি তুলে পোস্ট করে দেব জানিয়ে দিলেন তিনি কাকার ফ্যান।   

| May 21, 2024, 17:48 PM IST
1/8

প্রচারে দেব

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ২৫ তারিখ ঘাটাল কেন্দ্রে ভোট। চলছে শেষ মুহূর্তের প্রচার।   

2/8

প্রচারে দেব

ঘাটাল কেন্দ্রের কোণা কোণা ঘুরে প্রচার সারছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব।   

3/8

প্রচারে দেব

সেখানে দেবকে এক ঝলক দেখতে, তাঁর সঙ্গে হাত মেলাতে দেখা যাচ্ছে সাধারণ মানুষদের।   

4/8

প্রচারে দেব

দেবও অকাতরে বিলোচ্ছেন সই, ফ্যানেদের সঙ্গে তুলছেন ছবিও।   

5/8

প্রচারে দেব

তবে এরই মাঝে দেব জানান যে তিনি কেশপুরের কাকার ফ্যান।   

6/8

প্রচারে দেব

কে এই কাকা? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন তিনি।   

7/8

হিরণের ভাইরাল ভিডিয়ো

কিছুদিন আগেই হিরণের এক ভিডিয়ো ভাইরাল হয়। সেই ভিডিয়োতে দেখা যায়, তিনি কেশপুরের এক সমস্যার কথা বলতে বলতে ভাষাহীন হয়ে পড়েন। তাঁর কথা না বুঝেই পাশের এক কাকা বলে ওঠেন যে 'বাংলা ভাষাতেই বলো'। সেখান থেকেই নেটপাড়ায় ওঠে হাসির রোল। ভাইরাল হয়ে যান কাকা।   

8/8

ভাইরাল কাকার সঙ্গে দেব

মঙ্গলবার কেশপুরে প্রচারে গিয়ে সেই কাকার সঙ্গে ছবি তুলে পোস্ট করেন দেব। ক্যাপশনে লেখেন, 'সবাই আমার ফ্যান, আমি কাকার ফ্যান'।