Shardiya Navratri 2024: দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে! এদিকে দেশ জুড়ে নবরাত্রির আয়োজনও তুঙ্গে...
শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ড, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী।
দুর্গার প্রথম রূপ শৈলপুত্রী। হিমালয়ের কন্যা। শৈলপুত্রীকে করুণা ও মমতার দেবী বলে মনে করা হয়। দুর্গার এই রূপের পুজো করলে সুখ ও সিদ্ধি লাভ করা যায়।
দুর্গার দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী। এই রূপের পুজো করলে যশ ও সিদ্ধি লাভ করা যায়। তিনি তপশ্চারিণী নামেও পরিচিত। তৃতীয় রূপ হল চন্দ্রঘণ্টা। চন্দ্রঘণ্টার পুজো করলে মনে শক্তি আসে। দুর্গার চতুর্থ রূপ হল কুষ্মাণ্ড। এই রূপের উপাসনা করলে রোগ-শোক মিটে যায়। আয়ু ও বললাভ হয়।
দুর্গার পঞ্চম রূপ স্কন্দমাতা। সমস্ত মনস্কামনা পূরণ করেন এই দেবী। দুর্গার ষষ্ঠ রূপ কাত্যায়নী। এই রূপ উমা নামেও পরিচিত। দুর্গার সপ্তম রূপ কালরাত্রি। মনে করা হয় কালরাত্রির পুজো করলে অসুরের নাশ হয়। এই দেবী সর্বদা শুভ ফল প্রদান করেন বলে শুভঙ্করীও। মহাগৌরী হল দুর্গার অষ্টম স্বরূপ। নবরাত্রির অষ্টম দিনে এঁর পুজো হয়।
দুর্গার নবম রূপ হল মা সিদ্ধিদাত্রী। সিদ্ধিদাত্রীর পুজো করলে আটকে থাকা কাজ হয়ে যায় এবং সমস্ত কাজে সিদ্ধিলাভ হয়।
শারদীয়া নবরাত্রি অধর্মের উপর ধর্মের বিজয়। শারদীয়া নবরাত্রির দশমীর দিনেই পালিত হয় দুর্গাপুজোর বিজয়াদশমী।