Neeraj Chopra: নীরজের বাড়িতে চলছে উৎসব! সোনার ছেলের ঘরে ফেরার অপেক্ষা শুধু
হরিয়ানার পানিপথের ছোট্ট গ্রাম খান্দরা থেকে উঠে এসেছেন নীরজ চোপড়া। কৃষক পরিবারের ছেলে নীরজ আজ অলিম্পিক্সে দেশের হয়ে সোনার ফসল ফলিয়েছেন। এই মুহূর্তে শুধু নীরজের নিজের গ্রামই নয়, পার্শ্ববর্তী গ্রামের মানুষ ও আত্মীয়-স্বজন সকলেই হাজির নীরজের বাড়িতে। রীতিমতো উৎসবের পরিবেশ সেখানে। আগামিকাল অর্থাৎ সোমবার ভারতে আসছেন নীরজ। দিল্লি হয়ে হরিয়ানায় ফিরবেন তিনি। এখন তাঁর বাড়ির লোক তাঁর ফেরার অধীর অপেক্ষায়।
রাশি রাশি হাসি... এটাই এখন মুড
চলছে গান-বাজনা, নাচানাচি
এই সেই শিবাজি স্টেডিয়াম। এখানেই শুরু হয়েছিল নীরজের জ্যাভলিন অনুশীলন। এখানেই এখন বহু মানুষ ভিড় জমাচ্ছেন।
নীরজের বাড়ির সামনে এখন মিডিয়ার ওবি ভ্যান দাঁড়িয়ে রয়েছে একের পর এক। খবরের শিরোনামে যে নীরজ।
নীরজের বাড়ির দেওয়ালে ট্রফি শো-কেস। তাঁর অর্জিত পদক সজ্জিত রয়েছে একের পর এক।
অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। ১৩৩ কোটি ভারতবাসীর মুখে হাসি ফুটিয়েছেন নীরজ চোপড়া। গোটা দেশ আজ থেকে তাঁকে গোল্ডেন বয় বা সোনার ছেলে নামেই ডাকবে। শনিবার টোকিও অলিম্পিক্স থেকে দেশকে জ্যাভলিনে সোনা এনে দিয়েছেন নীরজ। অ্যাথলেটিক্সেও দেশকে প্রথম সোনা এনে দিয়েছেন তিনি।