৭ বছরের বড় নেহাকে প্রথমে বিয়েই করতে চাননি রোহনপ্রীত? প্রকাশ্যে তথ্য
নেহা কক্করের (৩২) চেয়ে ৭ বছরের ছোট রোহনপ্রীত সিং (২৫)। নেহার বিয়ের পর সেই তথ্য প্রকাশ্যে আসে। যা নিয়ে বেশ চর্চাও শুরু হয়। তবে নেহা বা রোহনপ্রীত সিং এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। এবার একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে বিষয়টি নিয়ে মুখ খোলেন নেহা কক্কর
তিনি বলেন, রোহনপ্রীত সিংয়ের সঙ্গে পরিচয়ের পর থেকেই তাঁদের একে অপরের প্রতি ভাললাগা বাড়তে শুরু করে। এমন পরিস্থিতিতে রোহনপ্রীত সিং এক রাতে নেহাকে ফোন করে তাঁর মনের কথা জনান। নেহাকে ভালবাসেন বলে স্পষ্ট জানান রোহন কিন্তু গায়িকা উলটো কথা জানান সেই সময়।
নেহা বলেন, তিনি নতুন করে কোনও সম্পর্কের মধ্যে জড়াতে চান না। তাঁর যে বয়স, সেই বয়সে তিনি বিয়ে করে সংসার করতে চান বলে রোহনকে জানান। যা শুনে রোহন পালটা জানান, তিনি মাত্র ২৫-এর। ২৫ বছর বয়সে তিনি কীভাবে বিয়ে করতে পারেন বলে নেহাকে পালটা প্রশ্ন করেন রোহনপ্রীত। যা শুনে নেহা কক্কর স্পষ্ট জানিয়ে দেন,তাহলে রোহন যেন তাঁর জন্য অপেক্ষা না করেন
নেহার উত্তর শুনে সেই রাতে ফোন কেটে দেন রোহনপ্রীত সিং। রোহন ওই রাতে মত্ত ছিলেন তাই নেহাকে তিনি কী বলেছেন তা মনে রাখতে পারবেন না বলেই ভেবেছিলেন গায়িকা কিন্তু বাস্তবে অন্য ঘটনা ঘটে। ওই রাতের পরদিন নেহাকে ফের ফোন করে রোহন তাঁকে জিজ্ঞাসা করেন, আগের রাতের কথা মনে আছে কি না। যা শুনে নেহা স্পষ্ট জানিয়ে দেন, রোহন মত্ত ছিলেন, ফলে তাঁর কিছু মনে না থাকতে পারে কিন্তু নেহার সব মনে আছে বলে জানান গায়িকা
নেহার উত্তর শোনার পর তাঁর সঙ্গে রোহনপ্রীত দেখা করেন প্রথমে। এরপর গায়িকার মায়ের সঙ্গে রোহন দেখা করে বিয়ের দিন স্থির করে ফেলেন বলে ওই সাক্ষাতকারে গোপন কথা খোলসা করে জানান বলিউডের রিমেক কুইন