ভাইরাল `ট্রাফিক জ্যাম`! এভারেস্টে ফটো-ভিডিও ব্যান করল Nepal

Fri, 12 Mar 2021-3:51 pm,

নিজস্ব প্রতিবেদন: মাউন্ট এভারেস্টে (Mt. Everest) অভিযাত্রী দলের অন্যান্য সদস্যদের বা আরোহীদের ছবি বা ভিডিও তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করল নেপাল (Nepal)। সে দেশের পর্যটন দফতর সম্প্রতি এই নোটিশ জারি করার সময় বলে, প্রতিটি পর্বতারোহী তাদের এবং তাদের গ্রুপের ফটো বা ভিডিও করতে পারবে, কিন্তু অন্য পর্বতারোহীদের ছবি বা ভিডিও করলে তা দন্ডনীয় অপরাধ বলেই বিবেচিত হবে। 

 

২০১৯ এর মে মাসে নির্মল পূর্জা (Nimal Purja) নামে এক নেপালি পর্বতারোহী 'ট্রাফিক জ্যাম' শীর্ষক ক্যাপশনে এভারেস্টের ওপর মানুষের লম্বা লাইনের একটি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন। মুহূর্তে গোটা দুনিয়ায় ভাইরাল হয় সেই ছবি । এরপরই তীব্র সমালোচনার মুখে পড়ে নেপালের সরকার ।

হিমালয়ের বাস্তুতন্ত্র নিয়ে গ্লোবাল মিডিয়ায় কড়া নিন্দার সম্মুখীন হতে হয় নেপালের সরকারি আধিকারিকদের। মাউন্ট এভারেস্ট পর্যটনে নেপালের ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলে পর্বত আরোহণ কমিটি । 

যদিও অব্যবস্থার কথা মানতে নারাজ নেপাল। তাঁদের দাবি, এভারেস্টে গিয়ে ছবি তুলে নেপালের নামে কুৎসা রটানোর চেষ্টা চলছে। 

আর এই পরিপ্রেক্ষিতেই মীরা আচার্য্য নামে নেপালের পর্যটন দফতরের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানান যে এবার থেকে মাউন্ট এভারেস্টে নিজের গ্রুপ ছাড়া অন্য কোনো ফটো-ভিডিও তোলা যাবে না।

একইসাথে একগুচ্ছ গাইডলাইনও প্রকাশ করেছে নেপাল যা সে দেশের অন্যান্য পর্বতের ক্ষেত্রেও মেনে চলতে হবে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link