First Mega Series: সিরিয়ালে ধাঁচে এবার মেগা সিরিজ `বাড়ুজ্জে ফ্যামিলি`...

Rajat Mondal Wed, 06 Nov 2024-9:42 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টলিউডের জগতে এক নতুন দিক- 'বাড়ুজ্জে ফ্যামিলি' নামে প্রথম মেগা সিরিজ নিয়ে হাজির হয়েছে ক্লিক OTT প্ল্যাটফর্ম। ধারাবাহিকের প্রতি দর্শকদের উৎসাহ ও ভালোবাসাকে মাথায় রেখে ক্লিক এবার নিয়ে এসেছে এক অভিনব পারিবারিক কমেডি সিরিজ, যা ইতিমধ্যেই স্ট্রিমিং শুরু করেছে। অক্টোবর ২০২৪ থেকে সিরিজটি সাপ্তাহিক ভিত্তিতে একটি করে নতুন পর্ব নিয়ে হাজির হচ্ছে এবং সামনের কয়েক মাস ধরে এভাবেই চলবে।

'বাড়ুজ্জে ফ্যামিলি' মূলত দক্ষিণ কলকাতার মধ্যবিত্ত বাড়ুজ্জে পরিবারকে কেন্দ্র করে নির্মিত এক হাস্যকৌতুক পূর্ণ পারিবারিক কাহিনি। বাড়ুজ্জে পরিবার, যারা একটি বিল্ডিংয়ের দুটি ফ্ল্যাটে বসবাস করেন, তাদের প্রতিদিনের হাসি-মজার মুহূর্ত, পরিবার ও সামাজিক জীবনের ওঠানামা তুলে ধরা হয়েছে এই সিরিজে। প্রতিটি পর্বে তারা নতুন এক সমস্যার মুখোমুখি হয়, যা শেষমেশ মজার ছলে সমাধান করা হয়।

কল্যাণী ও বিধান বাড়ুজ্জে হলেন এই পরিবারের প্রবীণ দম্পতি, ৩৪ বছরের বৈবাহিক জীবন পার করা এই দম্পতির জীবনও কম রঙিন নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত শান্ত ও দৃঢ়মনা কল্যাণীর একদম উল্টো বিধান। সিনেমার বড় ভক্ত বিধান মুখে কোনও কথা আটকান না এবং সবার কাছে একটু কিপটে বলেও পরিচিত। তাদের পরিবারে রয়েছে বড় ছেলে অরুণ, যে কর্পোরেট দুনিয়ায় কর্মরত এবং বেশ বিচক্ষণ প্রকৃতির। তার স্ত্রী সিমরন পাঞ্জাবি পরিবার থেকে এই বাড়ুজ্জে পরিবারে এসে যোগ দিয়েছেন এবং সাংস্কৃতিক পার্থক্যের কারণে শাশুড়ি কল্যাণীর সাথে প্রায়ই তার সাস-বউ ঝামেলা তৈরি হয়।

অরুণ ও সিমরনের দশ বছরের কন্যা গুরকিরণ, যে পরিবারের সবার নয়নের মণি হলেও কল্যাণী তার নামটা পছন্দ করেন না। আর রয়েছে ছোট ছেলে বরুণ, যাকে সবাই ব্যারি বলে ডাকে। ব্যারি নিজেকে একজন র‍্যাপার মনে করে, যদিও পরিবারের অন্যরা তাকে সেভাবে গ্রহণ করতে পারে না। এই পরিবারের হাসি-কান্না, ঝগড়া-ভালোবাসা এবং মজার সব কাহিনি নিয়েই এই মেগা সিরিজের প্রতিটি পর্ব সাজানো হয়েছে।

 

ক্লিক OTT প্ল্যাটফর্ম এর আগেও নতুনত্বের ছোঁয়া এনে মিনি সিরিজ স্ট্রিম করেছিল, যা ব্যাপক জনপ্রিয়তা পায়। এবার সেই সাফল্যের ধারা বজায় রেখেই নিয়ে এসেছে 'মেগা সিরিজ' ফরম্যাটে 'বাড়ুজ্জে ফ্যামিলি'। প্রত্যেকটি এপিসোডে নতুন গল্প, নতুন সমস্যা এবং হাসির ছোঁয়া দর্শকদের প্রতি সপ্তাহে নতুন আনন্দের জগতে নিয়ে যাবে।

এই সিরিজটি পরিচালনা করেছেন সুমাল্য ভট্টাচার্য, প্রযোজনা করেছে ফিল্মস এন্ড ফ্রেমস এবং প্রযোজক হিসেবে আছেন শান্তনু চ্যাটার্জী। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সঞ্জয় ভট্টাচার্য এবং সুর দিয়েছেন প্রাঞ্জল দাস। অভিনয়ে রয়েছেন রোহিত মুখার্জি, সুদীপা বোস, দীপাঞ্জন ভট্টাচার্য (জ্যাক), শ্বেতা তিওয়ারী, ঋ সেন, স্বর্ণশেখর জোয়ারদার, অমৃতা দেবনাথ এবং প্রেক্ষা সাহা। টলিউডে এই কমেডি সিরিজের ধারা থেকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করার আশা রাখছে টিম ফিল্মস এন্ড ফ্রেমস।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link