Ida: ঘূর্ণিঝড়ের জেরে জরুরি অবস্থা জারি নিউইয়র্কে, প্লাবিত পাতালরেল স্টেশন! মৃত ৭

Soumitra Sen Thu, 02 Sep 2021-4:42 pm,

 ঝড়ের চলার চিহ্ন ভয়াবহ। সেই ভয়াবহতার দিকে তাকিয়ে জরুরি অবস্থা ঘোষিত হয়েছে নিউইয়র্ক সিটিতে। 

New York-এর গভর্নর Kathy Hochul বৃহস্পতিবার ১ ঘণ্টার জন্য নিউ ইয়র্কে state of emergency জারি করেছেন। New York City Mayor Bill de Blasio-ও এই এমার্জেন্সির কথা বলেছেন। তাঁরা এই বিধ্বংসী ঝড়কে ঐতিহাসিক আবহাওয়াজনিত দুর্ঘটনা আখ্যা দিচ্ছেন। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ইডা-র জেরে মৃত্য়ু হয়েছে সাত জনের। 

 

নিউইয়র্ক সিটির সাবওয়েতেও জল ঢুকে পড়েছে। সেই জল ঢোকার দৃশ্য ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে, পাইপ ফেটে বৃষ্টির জল ঢুকছে প্ল্যাটফর্মে। জলের চাপ এত যে, পাইপের ফাটা অংশ থেকে বেরিয়ে আসা জলধারাকে ফোয়ারার মতো দেখাচ্ছে।

অন্য  একটি স্টেশনের প্ল্যাটফর্মের ছাদ ফুটো হয়ে ঝরঝর করে জল পড়ছে। এমন সময় প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় একটি ট্রেন।

 

রাস্তাঘাট আগেই বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু বুধবার পর্যন্ত চালু ছিল সাবওয়ে। কিন্তু একাধিক স্টেশন ইতিমধ্যেই জলের নীচে। বাধ্য হয়ে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি নিউইয়র্ক শহরে সাবওয়ে পরিষেবা পুরোপুরি বন্ধ করে দিয়েছে।

 

রাস্তায় জল, গাছ ভেঙে পড়েছে। ট্র্যাফিক জ্যাম। ইডার ধাক্কায় আক্ষরিক অর্থেই বেসামাল নিউইয়র্কের মতো শহর। অবিরাম বৃষ্টিপাত এবং ঝড়ের ঝাপটায় লন্ডভন্ড জনজীবন। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link