পঞ্চমীর সকালে শহরে এলেন ওমর,উপহার পেলেন দুর্গামূর্তি
# রবিবার পঞ্চমীর দিন সকালে শহরে পা রাখলেন মোহনবাগানের পঞ্চম বিদেশি ওমর নাবিল রশদ এলহুসেইনি।
# পুজোর মেজাজে শহরে এলেন মহম্মদ সালহার দেশের অ্যাট্যাকিং মিডফিল্ডার ওমর।
# রবিবার সাতসকালে ওমরকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন মোহনবাগান সমর্থকরা।
# সমর্থকরা তাঁর হাতে পুষ্পস্তবক তুলে দেন। ক্লাবের পতাকা গায়ে চাপিয়ে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। সঙ্গে ওমরের হাতে দূর্গামূর্তি উপহার হিসেবে তুলে দেন তিলোত্তমার সবুজ-মেরুন সমর্থকরা।
# প্রাথমিক চুক্তি ইতিমধ্যে হয়ে গেলেও, দলের কোচ শঙ্করলাল চক্রবর্তী এই মিডফিল্ডারকে দেখে নিতে চান। সোমবার সকালে অনুশীলনে যোগ দেবেন ওমর এলহুসেইনি। তার পরেই মোহনবাগানে নতুন ইনিংস শুরু করবেন ওমর।