অভিনেতা মোহনলাল-মনোজ বাজপেয়ী সহ ৫৬ বিশিষ্টজনকে পদ্ম সম্মান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে আজ পদ্ম সম্মান গ্রহণ করলেন দেশের ৫৬ জন বিশিষ্ট ব্যক্তি। এ বছর জানুয়ারি মাসে ১১২ জনকে পদ্ম সম্মান দেওয়ার কথা ঘোষণা করে সরকার।
চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য দক্ষিণের সুপারস্টার মোহনলালকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করেন রাষ্ট্রপতি। টানা ৪০ বছর ধরে ৩০০ ছবিতে অভিনয় করেছেন মোহনলাল।
বিশিষ্ট সংগীত শিল্পী ও সুরকার শঙ্কর মহাদেবনকে দেওয়া হল পদ্মশ্রী সম্মান।
হিন্দি সিনেমায় বিশিষ্ট অবদানের জন্য অভিনেতা মনোজ বাজপেয়ী পেলেন পদ্মশ্রী সম্মান।
প্রয়াত অভিনতা কাদের খান পেলেন পদ্মশ্রী সম্মান। গত ৩১ ডিসেম্বর তিনি প্রয়াত হন। ৩০০ এর বেশি ছবিতে অভিনয় করেছেন কাদের খান।
পদ্মশ্রী পেলেন অভিনেতা প্রভুদেবা। ওই সম্মান পাওয়ার পর এক টুইটে তাঁর ভক্তদের ওই পুরস্কার উত্সর্গ করেছেন প্রভু।
মরণোত্তর পদ্মভূষণ সম্মান পেলেন বিশিষ্ট সাংবাদিক কুলদীপ নায়ার।
বিশিষ্ট তবলা বাদক আনন্দন শিবমনি পেলেন পদ্মশ্রী সম্মান।