রাতভর সঙ্গম, শিৎকার... ঘুম ছুটেছে এলাকাবাসীর!
নিজস্ব প্রতিবেদন : রাতভর সঙ্গম, চিৎকার! আর তাতেই ঘুম ছুটল পাড়া পড়শির।
এমনই ঘটনা ঘটেছে মিয়ামিতে। বাসিন্দারা জানিয়েছেন, পাশেই নারকেল বাগান। সেখানেই ঘাঁটি গেড়েছে একদল ময়ূর।
আর রাতেই হলেই শুরু হচ্ছে তাদের তাণ্ডব। রাতভর ময়ূরদের সঙ্গম, শিৎকারে এলাকায় টেকা দায় হয়ে গিয়েছে।
পরিস্থিতি এমন ঘোরালো হয়ে উঠেছে যে, প্রশাসনের দ্বারস্থ হতে হয়েছে স্থানীয় বাসিন্দাদের।
এলাকাবাসীর অভিযোগ, "শুধু রাতভর সঙ্গমেই ক্ষান্ত হচ্ছে না ময়ূরের দল, দিনের বেলা বাড়িতে-গাড়িতেও চলছে হামলা।"