Zodiac Signs: কোন রাশির জাতকদের সারাজীবনে শুধু দুঃখ আর কষ্ট
মকর রাশি জাতকরা বিষণ্ণ প্রকৃতির হয়। তাদের সংকীর্ণ মনোভাব এবং তারা সহজে নিজের কথা কাউকে বলে উঠতে পারে না। সেই কারণে তারা অবসাদে ডুবে যান। তারা তাদের আবেগককে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। কিন্তু দিনের শেষে এসে নিজেরা দুঃখ ও কষ্টে ভোগেন।
বৃষ রাশির মানুষেরা অন্তর্মুখী স্বভাবের। তারা সবসময় নিজেদের স্বাচ্ছন্দ্য়ের মধ্য়ে থাকতে ভালবাসে। জীবনে আসা কোনও পরিবর্তন তাদের পছন্দ হয় না। তারা খুব সহজেই রেগে যায় এবং তাদের মনে হয় তাদের জীবনে কোনওকিছুই ঠিকঠাকভাবে হচ্ছে না।
আঘাত পাওয়ার দিক থেকে বৃশ্চিক রাশি মানুষরা সবসময় গভীরভাবে ভোগে। তারা তাদের যেকোনও সম্পর্কে যেমন গভীরভাবে আসক্ত হয়ে পড়ে। তেমনই খুব সহজেই আঘাত পায়। পরবর্তীকালে সেই সম্পর্ক না টিকলে তারা একাকিত্ত্বে ভোগেন। মানসিক ভাবে নানা বিষয় নিয়ে কষ্ট পান।
ককর্ট রাশির জাতকরা অত্য়ন্ত আবেগপ্রবণ। এরা নিজের কাছের মানুষদের মন প্রাণ দিয়ে ভালবাসে। সামনে থেকে যতই নিজেদের শক্ত দেখাক না কেন ভিতর থেকে খুবই নরম। কাছের লোকের থেকে আঘাত পেলে সেটা থেকে বেরিয়ে আসতে পারে না, তাই দুখ কষ্টের মধ্য়ে দিয়েই জীবন কাটাতে হয়।
এই রাশির মানুষরা খুবই দয়ালু ও স্নেহপ্রবণ হয়। তারা নিজের কষ্ট চেপে রাখেন এবং অপর মানুষকে সুখ দেওয়ার চেষ্টা করেন। তারা নিজের উপর সব দুঃখের বোঝা চাপিয়ে নেন। এই স্বভাবের জন্য় অনেক সময়ই কষ্ট ও যন্ত্রণার মধ্যে কাটাতে হয় তাদের।