৯০ টাকা ছুঁল দেশের ১১টি শহরের পেট্রোল
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে কেন্দ্র কোনও পদক্ষেপ না করলেও, এগিয়ে এসেছে রাজ্যগুলি। কেরল, রাজস্থান, অন্ধ্র প্রদেশ, পশ্চিমবঙ্গ শুল্ক কমিয়েছে জ্বালানি তেলের উপর। সোমবার শুল্ক কমিয়ে নয়া নাম জুড়ল কর্নাটকও।
সোমবার এইচডি কুমারস্বামীর সরকার লিটার পিছু পেট্রোল এবং ডিজেলে যথাক্রমে ২ টাকা এবং ২.৫০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
কর্নাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী জানিয়েছেন, প্রতিদিনই জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। যার জেরে নাভিশ্বাস উঠেছে রাজ্যবাসীর। তাই, জোট সরকার সিদ্ধান্ত নিয়েছে তেলের উপর শুল্ক কমানোর। কিছুটা হলেও স্বস্তি পাবে রাজ্যবাসী।
মহারাষ্ট্রের ১১টি শহরে জ্বালানি তেলের দাম ছুঁয়েছে ৯০টাকায়।
সেই শহরগুলি হল পারভানি, নানদুরবার, নানদেদ, লাটুর, জালনা, জালগাঁও, হিঙ্গোলি, গন্ডিয়া, বিড, ঔরঙ্গাবাদ. রত্নাগিরি।
এছাড়া অন্যান্য রাজ্যের শহরগুলিতে পেট্রোল বিকোচ্ছে চড়া দামে। নিউ দিল্লি ৮৩.৯১টাকা, কলকাতা ৮৩.৯১টাকা, মুম্বই ৮৯.৪৪টাকা, চেন্নাই ৮৫.৩১টাকা এবং বেঙ্গালুরুতে পেট্রোলের দাম ৮৪.৭৪টাকা।
ইন্ডিয়ান ওয়েলের ওয়েবসাইট অনুযায়ী, দিল্লি ৭৩.৭৮টাকা, কলকাতা ৭৫.৬৩টাকা, মুম্বই ৭৮.৩৩টাকা, চেন্নাই ৭৮টাকা, বেঙ্গালুরু ৭৬.১৬টাকায় পাওয়া যাচ্ছে ডিজেল।