Petrol Diesel Price Hike: লাফিয়ে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, সস্তা হল রান্নার গ্যাস
মাসের প্রথম দিন থেকেই বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। সোমবার সকাল ৬টা থেকে কার্যকর হচ্ছে নতুন দাম। -তথ্য- অয়ন ঘোষাল
পেট্রোলের দাম ছিল লিটারে ১০৩.৯৪ টাকা। সোমবার সকাল ৬টা থেকে নতুন দাম হচ্ছে ১০৪.৯৫ টাকা। অর্থাত্ দাম বাড়ল লিটারে ১ টাকা ০১ পয়সা। -তথ্য- অয়ন ঘোষাল
বাড়ছে ডিজেলের দামও। ডিজেল ছিল লিটারে ৯০ টাকা ৭৬ পয়সা। ১ জুলাই অর্থাত্ সোমবার থেকে তা বেড়ে হচ্ছে ৯১ টাকা ৭৬ পয়সা। খবর ইন্ডিয়ান ওয়েল সূত্রে। -তথ্য- অয়ন ঘোষাল
অন্যদিকে কমছে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। তবে বাড়ছে বা কমছে না ১৪.২ কেজি সিলিন্ডারের দাম। ওই দাম থাকছে ৮২৯ টাকা। -তথ্য- অয়ন ঘোষাল
১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমল ৩১ টাকা। নতুন দাম হচ্ছে ১৭৫৬ টাকা। -তথ্য- অয়ন ঘোষাল