Petrol Price: পুজোর মুখে পেট্রোলের দামে `বড় স্বস্তি`! কলকাতায় দাম কমল...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুজোর মুখে পেট্রোলের দামে 'বড় স্বস্তি'! স্বস্তি ডিজেলের দামেও।
কারণ দাম কমল পেট্রোল-ডিজেলের। অগ্নিমূল্যের বাজারে যা নিঃসন্দেহে পকেটের জন্য স্বস্তি তো বটেই!
সাধারণ অপরিশোধিত তেল, ভারতীয় মুদ্রায় ডলারের মূল্যে, ট্যাক্স, শোধনের খরচ ও চাহিদার উপর নির্ভর করে বাজারে পেট্রোল-ডিজেলের দাম কত হবে।
প্রতিদিন ভোট ৬টায় অয়েল মার্কেটিং কোম্পানিগুলি (OMCs) পেট্রোল-ডিজেলের দাম ঘোষণা করে।
এদিন দামের তালিকা প্রকাশ করতেই দেখা যায়, কলকাতায় পেট্রোলের দাম কমেছে লিটার প্রতি ১টাকা।
১ লিটার পেট্রোলের দাম কলকাতায় দাঁড়িয়েছে ১০৩.৯৪ টাকা। ওদিকে ১ লিটার ডিজেলের দাম কলকাতায় দাঁড়িয়েছে ৯০.৭৬ টাকা।