Phurba Puja: বিশ্বশান্তি রক্ষায় ফুর্বা পুজো জলপাইগুড়িতে
হিমালয়ান তিব্বতী নৃত্য ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুর্বা পুজোর আয়োজন করা হয়েছে জলপাইগুড়িতে। বিশ্ব শান্তি রক্ষার জন্য বৌদ্ধ ধর্মাবলম্বীদের পক্ষ থেকে এই প্রথম জলপাইগুড়িতে এমন আয়োজন।
অনুষ্ঠানের মধ্য দিয়ে চাম নৃৃৃত্য প্রদর্শন করেন পাহাড় থেকে আসা শিল্পীরা
জলপাইগুড়ির ভানুনগর এলাকার মাঠে এই নৃত্য প্রদর্শন দেখার জন্য অসংখ্য মানুষের ভিড় জমে যায়।
জলপাইগুড়ি শহরের ভানুনগর রেসকোর্স পাড়ার দেছিং চেলিং গুম্ফা কর্তৃপক্ষ ফুর্বা পুজো অনুষ্ঠানের আয়োজন করেছে। এই পুজো অনুষ্ঠানে অভিনবত্ব আনতে চাম নৃত্যের আয়োজন করা হয়।
এটি দেখার জন্য অসংখ্য মানুষের ভিড় দেখা যায় এদিন। চাম নৃত্য মূলত প্রাণবন্ত মুখোশ ও পোশাক পড়া তিব্বতী সংস্কৃতির একটি নৃত্য।
তিব্বতীয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা সম্পদায়ের সঙ্গে যুক্ত থাকা ঐতিহাসিক এই নৃত্যের আয়োজন জলপাইগুড়িতে এবারই প্রথম করা হয়েছে। এই নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেছেন পাহাড় থেকে আসা শিল্পীরা।