Modi in Uttarakhand: চিন সীমান্তের কাছেই, আদি কৈলাসে নমো
উত্তরাখণ্ডে একদিনের সফরে গিয়ে আদি কৈলাসের পার্বতী কুণ্ড দর্শনে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ধ্যান করলেন, পুজোও দিলেন নমো।
উত্তরাখণ্ডে পিথোরাগড় জেলায় একটি সমাবেশ ও ৪২০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন মোদী।
চিন সীমান্ত থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে পার্বতী কুণ্ডে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী গেলেন।
আলমোড়া জেলার জলেশ্বর ধামেও যাবেন মোদী। জলেশ্বর ধামের উচ্চতা ৬২০০ ফিট। এখানে রয়েছে ২২৪ পাথরের মন্দির।
আজ পিথোরাগড় জেলায় প্রধানমন্ত্রী পৌঁছবেন বেলা আড়াইটে নাগাদ। সেখানে তিনি ৪২০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের সূচনা করবেন।
ওইসব প্রকল্পের মধ্যে রয়েছে জল, রাস্তা, বিদ্যুত ও পরিকাঠামোগত উন্নয়নের মতো প্রকল্প রয়েছে।