Vinesh Phogat Properties:রাজনীতির `দঙ্গল গার্ল`! ভিনেশের এখন দাম ৩৬ কোটি, গ্য়ারেজে ২ কোটির মার্সিডিজ আর...
'দঙ্গল গার্ল' ভিনেশ ফোগাট, প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে পৌঁছে ইতিহাস তৈরি করেন।
আশা ছিল, ঘরে সোনা আসবে। কিন্তু তার আগেই নেমে এল বিপত্তি। ১০০ গ্রাম বেশি ওজনের কারণে ফাইনাল ম্যাচের দিন ভিনেশকে অযোগ্য বলে ঘোষণা করা হয়। পরে ভগ্ন হৃদয়ে ১৭ অগাস্ট তিনি দেশে ফেরে
দেশে ফেরার পর তিনি খেলা থেকে অবসর নিয়ে রাজনীতিতে নাম লেখান।
হরিয়ানা নির্বাচনে জুলানা কেন্দ্রের কংগ্রেসপ্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
নির্বাচন কমিশনের কাছে মনোনয়ন জমা দেওয়ার সময়, ভিনেশ হলফনামায় তাঁর আয় এবং মোট সম্পদের হিসাব দিয়েছেন। সেখান থেকে জানা গিয়েছে, বিপুল স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিক হরিয়ানার এই লড়াকু মেয়ে।
ভিনেশের আজকের দিনে আনুমানিক বাজারদর প্রায় সাড়ে ৩৬ কোটি টাকা। মূলত তাঁর আয় রেসলিং কেরিয়ার, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বেতন থেকে আসে। ফোগাট যুব ক্রীড়া দফতর থেকে মাসিক ৫০ হাজার টাকা বেতন পান বলে জানিয়েছেন। তিনি আরও ঘোষণা করেছেন যে, তাঁর হাতে রয়েছে নগদ ১ লক্ষ ৯৫ হাজার টাকা রয়েছে । আয়কর দফতরে দাখিল করা ভিনেশের রিটার্ন অনুসারে, ২০২৩-২৪ অর্থবর্ষে তাঁর আয় ছিল, ১৩ লক্ষ ৮৫ হাজার টাকা। এ ছাড়াও পুরস্কারের অর্থ হিসাবে তিনি বিভিন্ন সংস্থা থেকে প্রায় সাড়ে ১৬ কোটি টাকা পেয়েছেন।
তাঁর গ্যারেজে তিনটি বিলাসবহুল গাড়িও আছে । রয়েছ ৩৫ লক্ষ টাকার ফর্চুনার,২৮ লক্ষ টাকার ইনোভা। তবে চেরি অন দ্য কেক হল একটি বিলাসি মার্সিডিজ GLE। যেটির দাম মাত্র ২ কোটি টাকা!