R G Kar Protest: `মা-বোনদের ছবি বিকৃত করে বাড়ির সামনে টাঙিয়ে দেব`, তৃণমূল নেতার বক্তব্যে তোলপাড়!

SUDESHNA PAUL Mon, 02 Sep 2024-4:25 pm,

মনোজ মণ্ডল: 'মা-বোনদের ছবি বিকৃত করে বাড়ির সামনে টাঙিয়ে দেব!' প্রকাশ্যে তৃণমূল নেতার এমন হুঁশিয়ারি ঘিরেই এখন জোর চর্চা অশোকনগর জুড়ে। অশোকনগরের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টুম্পা সরকারের স্বামী, নিজেও একজন প্রাক্তন কাউন্সিলর। সেই অতীশ সরকারের কুরুচিকর মন্তব্য। আর তা ঘিরেই জোর বিতর্ক রাজনৈতিক মহলে।  

আরজি কর-কাণ্ডে নির্যাতিতা তরুণীর দোষীদের শাস্তির দাবিতে যে প্রতিবাদ সভা, সেই প্রতিবাদ সভাতেই অতীশ সরকার মন্তব্য করেন, "মুখ্যমন্ত্রীর নামে কুত্‍সা করলে, মা-বোনদের ছবি বিকৃত করে বাড়ির সামনে টাঙিয়ে দেওয়া হবে।" সেই ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ, নারীদের স্বাধীনতার রক্ষায় আন্দোলনে নামা সব বয়সের মহিলারা রীতিমতো নিন্দার ঝড় তুলেছেন। 

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছেন বিরোধীরাও। বিরোধীদের অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "বদলা নয়, বদল চাই।" স্লোগান বদলে বর্তমান পরিস্থিতিতে "ফোঁস" করার নির্দেশ দেন তিনি। আর তারপরই শাসকদলের এই নেতার এমন হুমকি বলে মনে করছেন সকলে। 

তৃণমূল নেতা অতীশ সরকার ওরফে ঝুঙ্কর এমন মন্তব্যে দল যে আরও একবার অস্বস্তিতে পড়ল তা মনে করছেন দলের একাংশ নেতা-কর্মীরাই। বিষয়টি ইতিমধ্যেই দলের উচ্চ নেতৃত্বের চোখে পড়েছে বলেও খবর। এখন দেখার, দল এই মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় কিনা।  

এই বিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র ও কনভেনার দীপ্তিমান বসু বলেন, "এইভাবে ভয় দেখিয়ে হুমকি দিয়ে আন্দোলন রুখে দেওয়া যাবে না।" সিপিআইএম নেতা আহমাদ আলি খান বলেন, "মমতা ব্যানার্জি বলেছে বলেই ফোঁস করতে যাবেন না, তাহলে পাবলিক রেডি আছে মাথায় লাঠি মেরে গর্তে ঢুকিয়ে দেবে।"

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link