মমতাকে বেনজির আক্রমণ `নরমপন্থী` রাজনাথের, একনজরে ১০টি সেরা মন্তব্য

Sat, 02 Feb 2019-7:59 pm,

সুতপা সেন: দিল্লিতে রাজনাথ সিংয়ের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে তৃণমূল নেতৃত্ব।বিরোধীরা দাবি করেছিল, ভোটের আগে সমঝোতা করতে চাইছে দুই দল। কিন্তু সেই জল্পনায় ঢল রাজ্যে এসে তৃণমূলকেই নিশানা করলেন রাজনাথ সিং। আলিপুরদুয়ারের সভায় তাঁর কটাক্ষ, সোনার বাংলাকে কাঙাল বাংলায় পরিণত করেছেন মমতা। তৃণমূলের অন্দরের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভাল রাজনাথের। কিন্তু এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে রেয়াত করলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।দেখে নিন একনজরে রাজনাথের ১০টি বাছাই মন্তব্য-

সোনার বাংলাকে কাঙালদের বাংলা করে দিয়েছেন দিদি। দেশের মানুষ জানতে চায়, কেন এমন হল?  বিধানসভায় জিতে সোনার বাংলা গড়ব। এরাজ্যে থেকে দারিদ্র মোচন করবে বিজেপি।

পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের মনোনয়নপত্র দিতে দেয়নি শাসক দল। একশোর বেশি বিজেপি কর্মীদের হত্যা করা হয়েছে। কাউকে মারা বা খুন করার পাঠ দেয় না বিজেপি। রাজ্যে সরকার গঠন করার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। 

 

তৃণমূল এরাজ্যের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। মা, মাটি ও মানুষ আজ এরাজ্যে নিরাপদ নয়।

 

তৃণমূল অনুপ্রবেশে মদত দিচ্ছে। বাংলাদেশ সীমান্তে বেড়া লাগানোর জমি দিচ্ছে না রাজ্য সরকার। আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সীমান্ত বন্ধ করে দেব। 

৭ বছরে কোনও শিল্প হয়নি বাংলায়। বিনিয়োগ আসছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে কেউ বিনিয়োগ করবে না।

কেন্দ্রের প্রকল্পে বাধা দিচ্ছে। গরিবদের জন্য আয়ুষ্মান ভারত প্রকল্প এনেছেন প্রধানমন্ত্রী। কিন্তু রাজ্যে সেই প্রকল্প থেকে হাত তুলে নিয়েছেন মমতা।

পশ্চিমবঙ্গে সরকার বাঁচানোর রাজনীতি চলছে। আমি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, কেন এই রাজ্য ক্রমশ পিছিয়ে পড়ছে?    

 

পশ্চিমবঙ্গের সঙ্গে বিজেপি শাসিত রাজ্যগুলির আইনশৃঙ্খলা মিলিয়ে দেখুন। কোথায় পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আছে, বুঝতে পারবেন!

রাজ্যে একের পর এক দুর্নীতি হয়েছে। সরকার গঠনের পর দুর্নীতিগ্রস্তদের ছাড়া হবে না। দুর্নীতি করে বিদেশে চলে গেলেও ফেরত আনা হবে।     

বিজেপির বিরুদ্ধে নয়া জোট করছেন দিদি। কিন্তু চলবে কী করে? একজনের হাতে স্টিয়ারিং, তো অন্যজনের হাতে গিয়ার থাকবে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link