Ratha Yatra 2021: শাস্ত্রমতে রথযাত্রার পূণ্য তিথি যে কোনও কাজের ক্ষেত্রে শুভ, জানুন সঠিক সময়
নিজস্ব প্রতিবেদন: রথের দিনটিকে সবচেয়ে শুভ দিন হিসেবে মনে করেন হিন্দুরা। এদিন গোটা দেশ জুড়ে ভক্তরা জগন্নাথের মাসির বাড়ি বেড়াতে যাওয়ার উৎসব পালন করেন। রথযাত্রার দিন শ্রীজগন্নাথ, বলরাম এবং সুভদ্রা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শোভাযাত্রা সহকারে নিজের বাড়ি থেকে এক সপ্তাহের জন্য মাসির বাড়ি বেড়াতে যান। কিন্তু তারও একটা শুভ সময় রয়েছে।
রথের দিন পুজো করা বা কোনও অনুষ্ঠান বা কোনও শুভ কাজের জন্য যথার্থ বলে মনে করা হয়। আগামী ১২ জুলাই, ২৭ আষাঢ়, সোমবার রথযাত্রা উৎসব। ভারতের বাইরেও পালন করা হয় এই দিন।
একবার হলেও রথের দড়ি স্পর্শ করুন এদিন। শাস্ত্রমতে রথযাত্রার পূণ্য তিথিতে যে কোনও কাজ শুরুর ক্ষেত্রে শুভ।
তৃতীয়া লাগছে ১২ জুলাই সকাল ৮টা ২১ মিনিট থেকে চলবে ১৩ জুলাই সাকল ৮টা ২৫ পর্যন্ত। এই সময়কালকে শাস্ত্রমতে শুভ সময় হিসেবে মনে করা হচ্ছ।
এছাড়াও আরও একটি সময়ের কথা বলা হয়েছে পৃথক পঞ্জিকাতে। ১২ জুলাই সকাল ৭টা ২০ সেকেন্ড ৫৩ মিনিট থেকে শুরু হবে শুভ সময়। শেষ হবে ১৩ জুলাই ৭ টা ১৪ মনিট ১৯ সেকেন্ডে।