ঋষভ পন্থের মা, বোনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করল এক যুবক
ভারতীয় দলের ক্রিকেটার ঋষভ পন্থের মা ও বোনের বিরুদ্ধে গুরুর অভিযোগ করেছেন এক যুবক। সেই যুবক পন্থের বোনের পরিচালিত একটি রেস্তেরাঁয় রাঁধুনি হিসাবে কাজ করতেন।
ওই যুবক দাবি করেছেন, রেস্তোরাঁয় কাজ করা সত্ত্বেও পন্থের মা ও বোন তাঁকে বেতন দেননি। এমনকী তাঁকে শাসিয়েছেন দুজনে।
দিল্লি-হরিদ্বার হাইওয়ের ধারে অবস্থিত ওই রেস্তোরাঁর পরিচালনার দায়িত্বে রয়েছেন পন্থের মা ও বোন। ওই রেস্তারাঁয় মাসিক ৯৫০০ টাকা বেতনে যোগ দিয়েছিলেন সেই যুবক। কিন্তু তাঁর বকেয়া অর্থ মেটাননি পন্থের মা ও বোন। এণনই অভিযোগ করেছে সেই যুবক।
জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ওই যুবকের বেতন মেটাননি পন্থের বোন সাক্ষী। অভিযোগ এমনই। এমনকী সেই যুবক বেতন চাইলে তাঁকে পন্থের মা সরোজ ফোনে হুমকি দেন বলেও অভিযোগ।
পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। সেই যুবক জানিয়েছে, তাঁর বাবা মারা গিয়েছে। মা ও দুই বোনকে নিয়ে লকডাউনের মধ্যে প্রবল আর্থিক সমস্যায় পড়েছেন বলে জানিয়েছেন।