রীতা কয়রাল : ডাউন মেমরি লেন
জনপ্রিয় অভিনেত্রী রীতা কয়রালের অকাল প্রয়াণে টালিগঞ্জে নেমে এসেছে শোকের ছায়া।
নয়ের দশকে তরুণ মজুমদার, স্বপন সাহা, অঞ্জন চৌধুরী সহ একাধিক পরিচালকের সিনেমায় কখনও বদমেজাজি বৌদি, কখনও বা দজ্জাল বৌ-এর চরিত্রে রীতা কয়রালের জুরি মেলা ভার ছিল।
পরিচালক ঋতুপর্ণ ঘোষের 'বাড়িওয়ালি' ছবিতে কিরণ খেরের গলায় ডাব করেছিলেন রীতা কয়রাল। যে চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারও পান অভিনেত্রী কিরণ খের। তবে অবশ্য কিরণ খেরের গলায় রীতা কয়রালের ডাব করা নিয়ে বিতর্কও তৈরি হয়।
গত অগস্ট মাসের সময় থেকে লিভার ক্যানসার ধরা পড়ে অভিনেত্রী রীতা কয়রালের। তারপর থেকেই চিকিৎসাধীন ছিলেন। রবিবার হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দিদি নাম্বার ওয়ান সহ বিভিন্ন টিভি শো-তে অতিথি হিসাবেও বহুবার উপস্থিত হয়েছেন রীতা কয়রাল।
তবে শুধু খল চরিত্রই নয়, সব ধরনের চরিত্রই পর্দায় নিখুঁত ভাবে ফুটিয়ে তুলতে সমান দক্ষ ছিলেন অভিনেত্রী।
'রাখি-বন্ধন' ধারাবাহিকে রাখি ও বন্ধনের উপর অত্য়াচারের জন্য জ্যেঠিমা মলিনার নিত্য নতুন ফন্দিফিকিরে অভ্যস্ত হয়ে উঠেছিলেন বাংলার দর্শকরা। খল চরিত্রটি রীতা কয়রাল এতটাই নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছিলেন যে দর্শকরাও রীতিমত খাপ্পা ছিল রাখি ও বন্ধনের জ্যেঠিমার উপর।
'রাখি-বন্ধন' ধারাবাহিকে দজ্জাল জ্যেঠিমা মলিনার ভূমিকায় রীতা কয়রাল জনপ্রিয়তার শিখরে ছিলেন।
'রাখি-বন্ধন' সহ একাধিক জনপ্রিয় টিভি ধারাবাহিকে অভিনয় করছিলেন রীতা কয়রাল।
'বড় বৌ', 'অসুখ', 'গুণ্ডা', 'চিরদিনই তুমি যে আমার', 'দত্ত ভার্সেস দত্ত', সহ একাধিক বাংলা সিনেমায় অভিনয় করেছেন রীতা কয়রাল।
চলচ্চিত্র থেকে টেলিভিশন দুনিয়া, স্বমহিমায় সবক্ষেত্রেই নিজের ছাপ রেখে গিয়েছেন অভিনেত্রী রীতা কয়রাল। দাপিয়ে বেড়িয়েছেন যাত্রা, নাটক থিয়েটারের দুনিয়াতেও।