EXPLAINED | Rohit Sharma Retirement: ধারাবাহিক ব্যর্থতায় চরম সিদ্ধান্ত? অবসরে অধিনায়ক রোহিত! মেলবোর্নেই লেখা হয়ে গেল...

Fri, 27 Dec 2024-3:55 pm,

৩৮ বছরে 'সাইন অফ' করলেন রবিচন্দ্রন অশ্বিন। আচমকাই মহারথীর অবসরের সিদ্ধান্তে অনেকেই চমকে গিয়েছেন। ভারত-অস্ট্রেলিয়া চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের মাঝপথেই ভারতীয় ক্রিকেটের 'আন্না' জানিয়ে দিলেন যে, আন্তর্জাতিক ক্রিকেটের কোনও ফরম্যাটেই তাঁকে আর দেখা যাবে না। ব্রিসবেন টেস্টের শেষে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে পাশে বসিয়ে এই ঘোষণা করেছেন কিংবদন্তি স্পিনার। মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট শুরুর আগেই, বাতাসে আরও একটি খবর ভাসছিল, শোনা যাচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফিতে যদি রোহিত আর রানের মুখ দেখতে না পারেন, তাহলে তিনিও নাকি টেস্ট অবসর নিয়ে ফেলবেন! আর মেলবোর্নে ভারতের প্রথম ইনিংস শেষ হতেই রোহিতের অবসরের দাবি আরও জোরাল হল। 

 

ভারত প্রথম তিন টেস্টে যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুলকে দিয়ে ওপেন করিয়েছিল। রোহিত প্রথম টেস্ট খেলেননি। ছিলেন পিতৃত্বকালীন ছুটিতে। তিনি হেলায় রাহুলকে ছেড়ে দিয়েছিলেন ওপেনিং স্লট। মেলবোর্নে রোহিত ওপেনিংয়ে ফিরলেন যশস্বীকে নিয়ে। তাঁর হতশ্রী ফর্ম একই থাকল, কোনও বদল ঘটল না। পাঁচ বলে মাত্র তিন রান করে সাজঘরে তিনি ফিরে যান। কামিন্সের বলে মিড-অনে বোল্য়ান্ডের হাতে ক্য়াচ তুলে দেন। পাঁচ বলে শেষ হয়ে যায় তাঁর গল্প। দ্বিতীয় ওভারে আট রানের মধ্য়েই চলে যায় ভারতের প্রথম উইকেট। আর এরপরেই যেন রোহিতের অবসরে সরগরম হয় ভারতীয় ক্রিকেট!

শেষ ১৪ টেস্ট ইনিংসে ১১.০৭ এর গড়ে রোহিত শর্মা মাত্র ১৫২ রান করেছেন। মাত্র একটিই হাফ-সেঞ্চুরি রয়েছে। এই সিরিজে এখনও পর্যন্ত চার ইনিংসে মাত্র ২২ রান করতে পেরেছেন অধিনায়ক। চার ইনিংসে তাঁর স্কোর ৩, ৬, ১০ এবং ৩। বোঝাই যাচ্ছে রোহিত কেবল তাঁর ছায়া হয়ে বিচরণ করছেন এখন। রোহিত আউট হতেই নেটিজেনরা লিখেছেন, 'দয়া করে অবসরর নিন রোহিত শর্মা।' রোহিতের কাছে আর নিজেকে প্রমাণ করার জন্য় তিন ইনিংস পড়ে রয়েছে। এমনটাই মনে করছেন বাইশ গজের পণ্ডিতরা। 

 

এবিসি স্পোর্টে দেওয়া সাক্ষাত্‍কারে সুনীল গাভাসকর রোহিত শর্মার অবসর নিয়ে কথা বলেছিলেন। তিনি মেলবোর্ন টেস্টের আগে জানিয়ে ছিলেন, 'আমার মনে হয় রোহিত নিশ্চিত ভাবেই পরবর্তী কয়েকটি ম্যাচে খেলার সুযোগ পাবে। এটা নিশ্চিত ভাবেই বলা যায়। তবে হয়তো ভারত-অস্ট্রেলিয়া সিরিজের শেষেও যদি ও রান করতে না পারে, তাহলে ও নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলবে। রোহিত খুবই বিবেকবান ক্রিকেটার। সে কখনই দলের বোঝা হতে চাইবে না। ও এমন এক ক্রিকেটার যে ভারতীয় ক্রিকেটের প্রতি গভীরভাবে যত্নশীল, তাই ও যদি পরের কয়েকটি ম্যাচে রান না করে, তাহলে আমি মনে করি রোহিত নিজেই সরে আসবে।'  

অবসরের ফ্লাডগেট খুলে দিয়েছেন অশ্বিন, এবার পরপর ৩ মেগাস্টার ভারতীয় স্পিনারের পথেই। ২০২৫ সালে আমূল বদল টিম ইন্ডিয়ায়! জানা যাচ্ছে শুধু রোহিতই নন, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাও নাকি এবার অবসর নিতে পারেন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link