Rooftop Garden: ছাদবাগান! দূষণের চোখে চোখ রেখে গড়ে তুলুন একটুকরো নিজস্ব সবুজ

Soumitra Sen Tue, 30 Nov 2021-6:20 pm,

সবুজ কমছে নিয়তই। শহরজীবন ক্রমশই হয়ে উঠছে দুর্বিষহ। আবার শহরে মাটিরও ঘোর অভাব। থাকার জায়গাই পাওয়া যায় না, তো গাছের। সব মিলিয়ে পরিস্থিতি বেশ বিবর্ণই। 

 

এই পরিস্থিতিতে সবুজ বাড়াবার জন্য পরিবেশবিদেরা একটাই সুপারিশ করেন, রুফটপ গার্ডেন। ছাদের অভাবে প্রকারান্তরে যা বারান্দা-গার্ডেনেও পর্যবসিত হয় কোথাও কোথাও।

 

বাড়ির ছাদে বা বারান্দায় একটুকরো বাগানের মতো মিষ্টি জিনিস সত্যিই আর হয় না। দেখতেও যেমন ভালো লাগে, তেমন কার্যকরীও। 

 

বাড়ির বাগানে অনায়াসে ফোটাতে পারেন দেশি-বিদেশি ফুল। ফোটান জবা, গোলাপ, জুঁই শিউলি, অপরাজিতা। ফোটান লেমোনিয়া, সিলভার কুইন, ফক্সটেইল অর্কিড, বার্ড অব প্যারাডাইস, হ্যালিকোনিয়া! রাখতে পারেন করবী, ক্যাশিয়া, ম্যান্ডারিন, মালবেরি, রাধাচূড়া, রঙ্গন, জলপাই, পদ্ম, ডালিম। 

আর বাড়ির ছাদে বা বারান্দায় এক টুকরো বাগান থাকলে সেখানে আসবে পাখিরাও। নানা রঙের নানা ডানার নানা রকমের পাখি যদি সারাদিন আপনার বাড়ির চারপাশে উড়ে-ঘুরে বেড়ায় তাহলে ভালো লাগবে কিনা!

আপনার অন্যরকম অবসরও কাটতে পারে আপনার হাতে গড়া বাগানেই। সেখানে একটা বই হাতে বসে কাটাতে পারেন মিষ্টি অবসর কিংবা বসে-বসে গানও শুনতে পারেন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link