ব্যবসায় মন্দা! ভারতের বাজারে আর পাওয়া যাবে না Royal Enfield-এর এই মডেল

Thu, 21 Nov 2019-8:35 pm,

ব্যবসায় মন্দা। তাই এবার ৫০০ সিসির মডেল বন্ধ করতে চলেছে Royal Enfield. চলতি বছর বিক্রি কমেছে রেকর্ড হারে। চিন্তায় কপালে ভাঁজ পড়েছে সংস্থার কর্তাদের। 

Bullet 500, Classic 500 এবং Thunderbird 500-র মতো মডেলগুলি ভারতের বাজার থেকে তুলে নিতে পারে  Royal Enfield.

২০২০ এপ্রিল থেকে Bs6 ইঞ্জিন বাধ্যতামূলক হতে চলেছে যে কোনও বাইকের ক্ষেত্রে।  Royal Enfield-এর ৫০০সিসির বাইকগুলি Bs6-এ আপগ্রেড করতে হলে খরচ পড়ে যাবে অনেকটা বেশি। যার জন্য সংস্থার তরফে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবা হচ্ছে। 

ইতিমধ্যে  Royal Enfield-এর ৫০০ সিসির মডেলগুলির বিক্রি রেকর্ড হারে কমেছে। তবে সংস্থার তরফে এর আগে জানানো হয়েছিল, তারা ৬৫০ সিসি মডেলগুলির উপর জোর দিচ্ছে। 

 Royal Enfield ৩৫০ সিসির মডেলগুলি আরও আকর্ষণীয় করে তুলতে চাইছে। ৩৫০ সিসির মডেলগুলিতে একাধিক পরিবর্তন আনছে  Royal Enfield.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link