Royal Enfield-র চিনা ভার্সন, হুবহু Copy-paste,নাম The Hanway G30

Tue, 23 Mar 2021-4:56 pm,

নিজস্ব প্রতিবেদন: হুবহু এক দেখতে। চিনা গাড়ি নির্মাতা সংস্থা তৈরি করেছে Royal Enfield Himalayan-র মেডেলের একটি বাইক। তবে এটি প্রথমবার নয়,  Ducati Scrambler থেকে Honda Gold Wing, এবং the KTM 200 Duke পর্যন্ত নকল করে বানিয়েছে এই সংস্থা। 

সম্প্রতি Royal Enfield Himalayan-মডেল তৈরি করেছে। তবে ফিচার ও স্পসিফিকশনে অনেকটা এগিয়ে রয়েছে বলে দাবি চিনা বাইক নির্মাতা সংস্থার। মডেলটির নাম The Hanway G30। 

তবে এই মডেলে রয়েছে একাধিক ইলেকট্রিক  গ্যাজেট। এতে থাকছে Full LED লাইট। 5-volt 2-ampere charging port-র সঙ্গে থাকছে   TFT console। 

 

কোম্পানির দাবি  Royal Enfield Himalayan-র চেয়েও hardware-য়ে  অনেকটা এগিয়ে The Hanway G30। 

Royal Enfield Himalayan-য়ে চেয়েও বড় ট্যাঙ্ক রয়েছে এই বাইকে।  দামও Royal Enfield Himalayan-র চেয়েও অনেকটা কম। ভারতীয় মুদ্রা অনুযায়ী ১.৯২ লাখ।  ডুয়াল চ্যালেন  ABS এর সঙ্গে ২৮০ mm এবং ২৪০ mm ডিস্ক ব্রেক রয়েছে।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link