Salman Khan Birthday: সঙ্গীতা থেকে লুলিয়া, প্রাক্তনদের সঙ্গেই মধ্যরাতে ৫৯তম জন্মদিন সেলিব্রেশন সলমানের...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার সলমানের খানের ৫৯তম জন্মদিন।
বৃহস্পতিবার মধ্যরাতে আয়োজন করা হয়েছিল বিশেষ পার্টির।
সেই পার্টিতে আমন্ত্রিত ছিলেন সলমানের কাছের বন্ধুরা ও ছিল গোটা পরিবার। একাধিক কেক কেটে সেলিব্রেট করলেন সলমান।
এদিনের পার্টিতে আসতে দেখা গেল সলমানের প্রথম প্রেমিকা সঙ্গীতা বিজলানিকেও।
কেক কাটার সময়ে সলমানের পাশেই ছিলেন তাঁর আরেক প্রাক্তন লুলিয়া ভান্তুর।
শুক্রবার জন্মদিনেই মুম্বই ছেড়ে জামনগরে পাড়ি দিলেন মেগাস্টার।